দিশার প্রিয় খাবার গরম জিলাপি

দিশার প্রিয় খাবার গরম জিলাপি

অনলাইন ডেস্ক

বড় পর্দা থেকে ইনস্টাগ্রামের দেওয়াল, সব জায়গাতেই ‘ফিটনেস গোলস’ দিয়ে চলেছেন দিশা। কিন্তু গরম গরম জিলাপি চোখের সামনে দেখলে লোভ সামলাতে পারেন না তিনি। জিলাপির প্রতি ভালবাসার কথা ফাঁস করলেন দিশা নিজেই।

রোববার (১৭ জানুয়ারি) নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এক বাক্স জিলাপির ছবির পোস্ট করে দিশা লিখেছেন, ‘আমার প্রিয় জিলাপি, আজ তুমি শুধু আমার'।

প্রেমিক টাইগার শ্রফকে নয়, এক বাক্স গরম জিলাপিকে উদ্দেশ্য করে এমন কথা বললেন দিশা। সারা সপ্তাহ কঠিন ওয়ার্ক আউট আর স্বাস্থ্যকর ডায়েটের পর উইকেন্ডে মজেছেন অভিনেত্রী। শুধু জিলাপিতেই থেমে যাননি দিশা। তার সঙ্গেই ছিল স্ট্রবেরি টার্ট এবং চকোলেট মুজ।


নেচে অন্তর্জালে তুফান উঠালেন ক্যাটরিনা (ভিডিও)

শরীরের সব কার্ভকে জিরো ফিগার বলা যায় না


২০২০ সালের শেষে ছুটি কাটাতে মালদ্বীপে উড়ে গিয়েছিলেন দিশা। হলুদ বিকিনিতে ছবি দিয়ে নতুন করে সামাজিক মাধ্যমে আলোচনায় এসেছিলেন এই অভিনেত্রী। কিন্তু এমন ‘পারফেক্ট বিকিনি বডি’ পেতেই খাবার তালিকা থেকে ছেঁটে ফেলতে হয়েছে অনেক প্রিয় খাবার! হয় তো সে কারণে সপ্তাহের একটা দিনে সব সুদে আসলে পুষিয়ে নিতে চাইছেন দিশা!
 
এই অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছিল মোহিত সুরি পরিচালিত ‘মলং’ ছবিতে। আদিত্য রায় কপূরের বিপরীতে অভিনয় করেছিলেন দিশা।

news24bd.tv / কামরুল