সেরাম ইনস্টিটিউটে আগুন; পাঁচ জন নিহত

সেরাম ইনস্টিটিউটে আগুন; পাঁচ জন নিহত

অনলাইন ডেস্ক

ভারতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভাইরাস টিকা উৎপাদানকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিউটের একটি স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বর্তমানে আগুন নিয়েন্ত্রণে এনেছে দেশটির দমকল বাহিনী। এই ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর জানা গেছে।  

হিন্দুস্তান টাইমসের এক খবরে বলা হয়, আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত পাঁচজন মারা গেছেন।

আগুনে লাগার ঘটনার তিন ঘণ্টা পর পুনের জেলা কালেক্টর রাজেশ দেশমুখ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুর ঘটনায় এক টুইট বার্তায় সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার প্রধান আদর পুনাওয়ালা বলেছেন, এই ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত।


হারিছ চৌধুরীকে ধরতে সিআইডির রেড অ্যালার্ট


এনডিটিভির আরেক প্রতিবেদনে বলা হয়, আগুন লাগার ঘটনায় বিল্ডিংয়ে পাঁচজন মানুষ আটকা পড়ে। কিন্তু তাদের সবাইকে উদ্ধার করা হয়েছে।

আগ্নিকাণ্ডের ঘটনায় করোনা ভাইরাস ভ্যাকসিন কোভিশিল্ডের উৎপাদনে আঘাত হানার সম্ভাবনা নেই।

সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস।

news24bd.tv / কামরুল