প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশকে গুঁড়িয়ে দিল সেই বোলার

রাহকিম কর্নওয়াল।

প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশকে গুঁড়িয়ে দিল সেই বোলার

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম টেস্টের আগে নিজেদেরকে ঝালিয়ে নিচ্ছেন ক্যারিবীয় ক্রিকেটেররা। সফরকারীরা প্রস্তুতি ম্যাচ খেলছে বিসিবি একাদশের বিপক্ষে। এম এ আজিজ স্টেডিয়ামে ম্যাচের প্রথম দিনে প্রথম ইনিংসে ২৫৭  রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।  

দ্বিতীয় দিনে বিসিবি একাদশ অলআউট হয়ে গেছে মাত্র ১৬০ রানে।

ক্যারিবীয়দের পক্ষে ১৬ দশমিক ৪ ওভারে ৪৭ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন ১৪০ কেজি ওজনের দীর্ঘদেহী স্পিনার রাহকিম কর্নওয়াল।

বিনা উইকেটে ২৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বিসিবি একাদশ। দিনের শুরুতেই সাজঘরে ফেরেন সাইফ হাসান। ১৫ রান করে কেমার রোচের বলে এলবিডব্লিউ হন তিনি।

দলীয় ২৪ রানে প্রথম উইকেট হারানোর পর নাঈম শেখের ব্যাটে দ্রুতগতিতে রান তুলছিল বিসিবি একাদশ। তবে ৪৮ বলে ৪৫ রান করে কর্নওয়ালের বলে এলবিডব্লিউয়ের শিকার হন নাঈম। সাদমান ইসলাম ৮২ বলে ২২ রানের টেস্ট মেজাজের ইনিংস খেলে আলজারি জোসেফের বলের সাজঘরে ফেরেন।

আরও পড়ুন


অস্ট্রেলিয়ান ওপেনে মাঠে বসে খেলা দেখতে পারবে ৩০ হাজার দর্শক

আব্দুর রাজ্জাক গভীর থেকে ক্রিকেট বুঝতেন: মাশরাফি

অনুশীলনে যায়নি সাকিব

আইপিএল ইতিহাসের সবচেয়ে দামী খেলোয়াড় হতে যাচ্ছেন স্টার্ক!


ক্রিজে এসে সুবিধা করতে পারেননি ইয়াসির আলী চৌধুরীও (৫ বলে ১)। তাকেও শিকার করেন কর্নওয়াল।  

এরপর কর্নওয়াল একে একে ফেরান আকবর আলী (৫), মাহমুদুল হাসান জয় (৪) ও খালেদ আহমেদকে (০)। প্রথম ইনিংসে ৯৭ রানের বড় লিড পেল ওয়েস্ট ইন্ডিজ। সূত্র: ক্রিকইনফো

news24bd.tv / কামরুল