সাকিব যেন ইউরো ফাইনালের রোনালদো

ছবি- সংগৃহীত

সাকিব যেন ইউরো ফাইনালের রোনালদো

অনলাইন ডেস্ক

চোট পেয়ে মাঠের বাইরে সাকিব আল হাসান। মাঠে নামতে পারছেন না তিনি। ড্রেসিংরুম থেকে সাইড লাইন পর্যন্ত বার বার সতীর্থদের পরামর্শ দিতে গেছে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকাকে।

২০১৬ সালের ইউরোর ফাইনালে ইনজুরির কারণে মাঠের বাইরে চলে যেতে হয় ক্রিশ্চিয়ানো রোনালদোকে।

তবু বারবার সাইড লাইন থেকে কোচের সঙ্গে দলের খেলোয়াড়দের বারবার নির্দেশনা দিচ্ছিলেন।

সিআর সেভেনের পর্তুগাল সেদিন অবশ্য শিরোপা নিয়েই ফিরেছিল। ফ্রান্সের বিপক্ষে ১-০ গোলে জয় পায় তারা।

আরও পড়ুন:


আল জাজিরার প্রতিবেদন ষড়যন্ত্রের অংশ: পরিকল্পনামন্ত্রী

প্রেম সংক্রান্ত বিরোধে বন্ধুর হাতে বন্ধু খুন

আল-জাজিরার বিরুদ্ধে মামলা করা হবে: পররাষ্ট্রমন্ত্রী

সরকারের বিরুদ্ধে আল জাজিরার প্রতিবেদন উদ্দেশ্যমূলক: কাদের


অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩ উইকেটে হারল বাংলাদশে।

মূলত বোলার সাকিব আল হাসানের অভাবটাই ভুগিয়েছে অধিনায়ক মুমিনুল হককে।

কাইল মায়ের্স ও এনক্রুমা বোনারের ২১৬ রানে জুটি দলকে পৌঁছে দেন সুবিধাজনক স্থানে। ৮৬ রানে বোনার ফিরলেও ২০১০ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতেই মাঠ ছাড়েন মায়ের্স।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ

৪৩০ ও ২২৩/৮ (ইনিংস ঘোষণা)

ওয়েস্ট ইন্ডিজ

২৫৯ ও ৩৯৫/৭

ওয়েস্ট ইন্ডিজ তিন উইকেটে জয়ী

news24bd.tv / কামরুল