সমুদ্রের পানির নিচে বিয়ে

অনলাইন ডেস্ক

মানুষের জীবনে বিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। যে কারণে আরেকটি মানুষের সঙ্গে চিরজীবন থাকার অঙ্গীকার করার দিনটিকে আরো স্মরণীয় করে রাখতে অনেকেই চিরাচরিত আনুষ্ঠানিকতার বাইরে গিয়ে অদ্ভুত কিছু করে বসেন। কেউ পবর্তের চূড়ায় আবার কেউ বা পানির নিচে গিয়ে বিয়ে করেন।

এমনই একটি অনুষ্ঠান করেছে ভারতের চেন্নাইয়ের এক দপ্ততি।

তারা সমুদ্রের ২০ মিটার নিচে গিয়ে হিন্দু রীতি অনুযায়ী মালাবদল ও মঙ্গলসূত্র পড়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হন।  


ধানমন্ডিতে ভবনের ছাদ থেকে পড়ে সরকারি কর্মকর্তার মৃত্যু

বিএসএমএমইউতে টিকা নিলেন ডা. জাফরউল্লাহ


ভি চিন্নাদুরাই এবং ‍এস সোয়েতা দুজনই বেশ কয়েক মাস ধরে বিয়ের প্রস্তুতি হিসেবে স্কুবা ডাইভিং এর প্রশিক্ষণ নিয়েছেন। পানির নিচে গিয়ে বিয়ের অনুষ্ঠানে না থাকতে পারলেও, দুই পরিবারের সদস্যরা নৌকায় অপেক্ষা করেছেন।

news24bd.tv নাজিম

এই রকম আরও টপিক