ডিজিটাল নিরাপত্তা আইনে নুরের বিরুদ্ধে রাজশাহীতে মামলা
'থ্রি ফিঙ্গারস' এর নেপথ্যে
অনলাইন ডেস্ক
সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করা সামরিক বাহিনীর বিরুদ্ধে তুমুল বিক্ষোভ চলছে মিয়ানমারে। রাজধানী নেপিডোতে সংঘটিত হয়েছে মিয়ানমারের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বড় বিক্ষোভ।
লাল রঙের পোশাকে মাথায় লাল ফিতা বেঁধে বিক্ষোভকারীরা জোরালো প্রতিবাদ করেন। লাল রং এনএলডির প্রতীক হিসেবে পরিচিত।
স্লোগান দেওয়ার সময় বিক্ষোভকারীরা হাতের তিন আঙুল উঁচিয়ে ধরছে। মিয়ানমারে এই তিন আঙুল কিংবা ‘থ্রি ফিঙ্গারস’ সামরিক সরকারবিরোধী প্রতীক হয়ে উঠেছে।
পোশাক কারখানার ২৮ বছর বয়সী এক শ্রমিক বলেন, ‘আজ আমি কাজে যাইনি। বেতন কাটা গেলে সমস্যা নেই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কাজে ফিরব না।’
সামরিক বাহিনী জানিয়েছে, আগামী এক বছর মিয়ানমারে জরুরি অবস্থা চলবে। এরপর গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে তারা। তবে মিয়ানমারের জনগণ সেনাবাহিনীর এই প্রতিশ্রুতি বিশ্বাস করছে না।
সালমানের টানে মায়ামি থেকে মুম্বাই, বিচ্ছেদের কারণ ঐশ্বরিয়া
পানির নীচে পৃথিবীর অষ্টম মহাদেশের খোঁজে
দেহের গঠন ঠিক করতেই প্লাস্টিক সার্জারি করেছিলেন প্রিয়াঙ্কা
রবিবার (৭ ফেব্রুয়ারি) দেশটির বৃহত্তম শহর ইয়াঙ্গুনে। প্রায় এক লাখ মানুষ বিক্ষোভে অংশগ্রহণ করে। তারা অং সান সু চিসহ এনএলডির শীর্ষস্থানীয় নেতাদের মুক্তির দাবি জানায়।
news24bd.tv / নকিব
পরবর্তী খবর
মন্তব্য