সাতক্ষীরায় সিরিজ বোমা হামলা: ১৭ আসামির সাজা

নিজস্ব প্রতিবেদক

সাতক্ষীরায় সিরিজ বোমা হামলার ৫ মামলার রায়ে ১৭ আসামির বিভিন্ন মেয়াদে  সাজা দিয়েছেন আদালত।  ১৯ আসামির মধ্যে ৮ জনকে পৃথক মামলায় সর্বোচ্চ ১৩ বছর ও ৯ জনকে ৯ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। এসময় একজনকে খালাস দেয়া হয়। অপর এক আসামি আগেই মারা যান।

দুপুরে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক শরিফুল ইসলাম এই রায় দেন ।

পিপি অ্যাডভোকেট আব্দল লতিফ জানান, ২০০৫ এর ১৭ আগস্ট শহরের  পাঁচটি স্থানে একযোগে এই বোমা হামলা ও নিষিদ্ধ লিফলেট ছড়ানোর ঘটনা ঘটে।   

এ ঘটনার দিনই সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এক বোমা হামলাকারী ধরা পড়ে। তার স্বীকারোক্তি অনুযায়ী সাতক্ষীরার রসুলপুরে জেএমবির ঘাটি চিহ্নিত করা হয়।

এই সূত্র ধরে মোট ১৩জনকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে ঢাকায় জয়েন্ট ইন্টারোগেশন সেলে জিজ্ঞাসাবাদের জন্য পাঠানো হয়।


বরিশালে করোনার টিকা কেন্দ্রে ভিড় বেড়েছে

রায় শুনে কাঁদলেন দীপনের স্ত্রী

দীপন হত্যায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত কে এই মেজর জিয়া?


সেখানে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেওয়া ছাড়াও জেএমবির বহু গোপন তথ্য জানায় তারা। পরে ২০০৬ সালের ১৩ মার্চ সিআইডি ১৯ আসামির বিরুদ্ধে চার্জশীট দেয়। দীর্ঘ শুনানি শেষে আজ এই রায় দেন আদালত ।

news24bd.tv নাজিম