তরুণ মাও জেদংয়ের গ্রানাইট ভাস্কর্য

তরুণ মাও জেদংয়ের গ্রানাইট ভাস্কর্য

অনলাইন ডেস্ক

চীনের হুনান প্রদেশের রাজধানী চাংশার অরেঞ্জ আইলে চেয়ারম্যান মাও জে দংয়ের তরুণ বয়সের একটি বিশাল ভাস্কর্য রয়েছে। ২০০৯ সালের ডিসেম্বর মাসে মাওয়ের ১১৬তম জন্মদিনে এটি উন্মোচন করা হয়।

এটি নির্মাণে ২০০৭ থেকে ২০০৯ পর্যন্ত ২ বছর সময় ব্যয় হয়। ব্যয় হয় প্রায় সাড়ে তিন কোটি মার্কিন ডলার।

ভাস্কর্যটি ৩২ মিটার বা ১০৫ ফুট উঁচু। এর দৈর্ঘ্য ৮৩ মিটার (২৭২ ফুট) এবং প্রস্থ ৪১ মিটার (১৩৫ ফুট)। এটি সির্মাণের জন্য ফুজিয়ান থেকে আট হাজার দৈত্যাকার গ্রানাইট ইট খনন করে চাংশায় আনা হয়।  

১৯২৫ সালে মাও জেদংয়ের যুবক বয়সে লেখা একটি কবিতার কারণে ভাস্কর্যটির জন্য এ অবস্থান বেছে নেওয়া হয়।

‘চাংশা’ তাঁর সর্বাধিক পরিচিত একটি কবিতা।

মাও জেদং (Mao Zedong ) (জন্ম- ডিসেম্বর ২৬, ১৮৯৩; মৃত্যু- সেপ্টেম্বর ৯, ১৯৭৬) চীনা বিপ্লবী মার্কসবাদী তাত্ত্বিক ও রাজনৈতিক নেতা।


মোশাররফ করিম ‘বাংলাদেশের শাহরুখ খান’: আনন্দবাজার

গাড়িতে উঠিয়ে দরজা বন্ধ করে ধর্ষণ

বরিশালে করোনার টিকা কেন্দ্রে ভিড় বেড়েছে

রায় শুনে কাঁদলেন দীপনের স্ত্রী

দীপন হত্যায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত কে এই মেজর জিয়া?


তিনি চীনের হুনান প্রদেশের শাং তান জেলার শাউ শাং চুং গ্রামের কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিল মাও জেন শেং (শুন সেন)

১৯৪৯ সালে সমাজতন্ত্রী চীনের প্রতিষ্ঠার পর থেকে ১৯৭৬ সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি চীন শাসন করেন। তিনি চীনের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন।  

মার্কসবাদ-লেনিনবাদে তাঁর তাত্ত্বিক অবদান, সমর কৌশল এবং তাঁর কমিউনিজমের নীতি এখন একত্রে মাওবাদ নামে পরিচিত।

news24bd.tv / কামরুল 


মোশাররফ করিম ‘বাংলাদেশের শাহরুখ খান’: আনন্দবাজার

গাড়িতে উঠিয়ে দরজা বন্ধ করে ধর্ষণ

বরিশালে করোনার টিকা কেন্দ্রে ভিড় বেড়েছে

রায় শুনে কাঁদলেন দীপনের স্ত্রী

দীপন হত্যায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত কে এই মেজর জিয়া?


জাতির