আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সবাই টিকা নিন: প্রধানমন্ত্রী

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সবাই টিকা নিন: প্রধানমন্ত্রী

Other

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রত্যেক সদস্যকে করোনার টিকা নেয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে ভয় কাটিয়ে সাধারণ মানুষকে টিকা গ্রহণে উদ্বুদ্ধ করারও তাগিদ দিয়েছেন তিনি। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪১ তম জাতীয় সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।  

বাংলাদেশের সবচেয়ে বড় এবং জনসম্পৃক্ত বাহিনী আনসার গ্রাম প্রতিরক্ষা পুলিশের জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয় গাজীপুরের আনসার ও ভিডিপি একাডেমিতে।

ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত হয়ে তাদের কুচকাওয়াজ উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন:


আবেদনময়ী নোভা এবার সিনেমায়

ইসলামে নাম ব্যঙ্গ করার পরিণাম কী?

প্রিয়াঙ্কাকে অন্তর্বাস দেখাতে বাধ্য করেছিলেন পরিচালক

যুদ্ধাপরাধ: ৩ জনের যাবজ্জীবন, ৫ জনের ২০ বছর ও একজন খালাস


অনুষ্ঠানে ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধে বাহিনীর গৌরব উজ্জ্বল ভূমিকার কথা উল্লেখ করেন সরকার প্রধান। আর বর্তমান প্রেক্ষাপটে করোনা দুর্যোগ কাটিয়ে উঠতে সবাইকে টিকা নিতে উদ্বুদ্ধ করার কাজেও সহযোগিতা চান আনসার ও ভিডিপি সদস্যদের।

শেখ হাসিনা বলেন বাল্যবিবাহ রোধ, মাদক ও সন্ত্রাস দূর করার মত কার্যক্রমেও যুক্ত হতে হবে এই বাহিনীর সদস্যদের।

অনুষ্ঠানে সাহসিকতা আর কৃতিত্বপূর্ণ অবদান রাখায় আনসার ও গ্রামপুলিশের ১৪০ সদস্যকে দেয়া হয় বিশেষ সম্মাননা।

news24bd.tv আহমেদ