চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের ৪২ শতাংশ কাজ শেষ

Other

চট্টগ্রামে ১৬ কিলোমিটার দীর্ঘ লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণের কাজ চলছে দ্রুত গতিতে। এরই মধ্যে ৪২ শতাংশ কাজ শেষ হয়েছে। এক থেকে দেড় বছরের মধ্যে বন্দরনগরীর সবচেয়ে বড় এই উড়াল সেতু যান চলাচলের জন্য খুলে দেয়া হবে বলে আশা প্রকাশ করেছেন সিডিএর প্রধান প্রকৌশলী।  

বহদ্দারহাট এবং মুরাদপুর ফ্লাইওভার নির্মাণের পর এবং লালখানবাজার থেকে পতেঙ্গা পর্যন্ত ১৬ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছে পুরোদমে।

এরই মধ্যে পতেঙ্গা থেকে সল্টগোলা পর্যন্ত আট কিলোমিটার অংশে বসছে ২শ পিলার। বসানো হচ্ছে গার্ডার। ৪২ শতাংশ নির্মান কাজ শেষ হয়েছে।

এদিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের জন্য তীব্র জানজটে যাত্রী ভোগান্তি বাড়লেও  এলিভেটেড চালু হলে সুফল পাবেন এমনটা প্রত্যাশা চট্টগ্রামবাসীর।


মুখ চেপে ধরে মসজিদের ছাদে নিয়ে মাদ্রাসাছাত্রকে বলাৎকার

স্কুল-কলেজ খোলার বিষয়ে সিদ্ধান্ত ২৮ ফেব্রুয়ারির পর: শিক্ষামন্ত্রী

আগামী ২৪ মে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে

মৃত্যুর পর সেরা অভিনেতার পুরস্কার পেল সুশান্ত


অন্যদিকে নগর বিশ্লেষকরা বলছেন, পরিকল্পিত নকশায় এলিভেটেড হলে সুফল পাবে নগরবাসী।

প্রকল্প বাস্তবায়নের মেয়াদ ২০২১ সালের জুন মাস পর্যন্ত হলেও পুরোপুরি কাজ শেষ হতে আরো সময় বাড়াতে আবেদন করার কথা জানিয়েছেন সিডিএ কর্তৃপক্ষ। ২০১৯ সালের ২৪ ফেব্রয়ারি প্রধানমন্ত্রী এর নির্মাণ কাজের উদ্বোধন করেন।

news24bd.tv নাজিম