গৃহহীনদের জন্য হোটেলে থাকার সুব্যবস্থা

গৃহহীনদের জন্য হোটেলে থাকার সুব্যবস্থা

অনলাইন ডেস্ক

গৃহহীনদের জন্য মাথা গোঁজার একটি জায়গা যে কতোটা জরুরি তা বোঝা গেছে গত কয়েকদিনের ঠাণ্ডায়। তাপমাত্রা নেমেছিলো মাইনাস ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে, যা রাস্তায় ঘুমানোর জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এমন জরুরি অবস্থায় গৃহহীনদের জন্য বার্লিনের হোটেলগুলোকে সাহায্যের হাত বাড়িয়ে  দিতে আবেদন জানায় বার্লিনের চ্যারিটি সংস্থা।  

তাদের ডাকে সাড়া দেয় হোটেলগুলোও।

গৃহহীনদের জন্য মোট এক হাজার ৪২৬ টি শয্যা নিশ্চিত করা সম্ভব হয় বলে জানান, বার্লিন স্যোশাল সার্ভিসের মুখপাত্র স্টেফান স্ট্রাস। ঘুমানোর জন্য শুধু বিছানাই নয়, অনেক হোটেল গৃহহীনদের জন্য সকালের নাস্তা এবং রাতের খাবারে ব্যবস্থাও করে।


মঙ্গলে অবতরণের ভিডিও পাঠালো পার্সিভারেন্স

মিয়ানমারের দুই সামরিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র

চীন উইঘুরদের উপর গণহত্যা চালাচ্ছে: কানাডার পার্লামেন্ট

 ব্রিটেনের স্কুল খুলবে ৮ মার্চ : বরিস


গৃহহীনদের দেখাশোনা দায়িত্বে রয়েছেন সিস্টার আরনল্ড। তাদের সাথে কথা বলা এবং তাদের মনের অবস্থা বোঝাই তার প্রধান কাজ।

হোটেলে থাকা ভবঘুরেদের নিয়ে তিনি আশাবাদী। সিস্টার আরনল্ড বলেন, জীবনের সব আশা ছেড়ে দেওয়া হতাশাগ্রস্থ গৃহহীন এই পুরুষেরা কয়েক সপ্তাহ হোটেলে সুন্দরভাবে আরাম করে থাকায় হয়তো তাদের বোধদয় হবে। তারা চাকরি খুঁজবে, থাকার জন্য বাড়ি ভাড়া নেবেন। তাদের উন্নত জীবনের সম্ভাবনা আর সুযোগ রয়েছে।

গৃহহীনদের জন্য হোটেল কর্তৃপক্ষের এই ব্যবস্থা সত্যিই প্রশংসনীয়। জার্মানিতে এবছর প্রচুর শীত পড়েছে। তাই গৃহহারা মানুষ এই শীতে বেকায়দায় পড়েছে।  

সূত্র:ডয়েচে ভেলে

news24bd.tv আয়শা