সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে গুরুদাসপুরে মানববন্ধন

সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে গুরুদাসপুরে মানববন্ধন

Other

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত সংবাদকর্মী মো. বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন গণমাধ্যমকর্মীরা। শনিবার বেলা সাড়ে ১০টায় গুরুদাসপুর উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের আয়োজনে থানা চত্বরে এ কর্মসূচি পালিত হয়।  

প্রবীণ সাংবাদিক ও দৈনিক নয়াদিগন্তের উপজেলা প্রতিনিধি মোঃ আতাহার হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে সাংবাদিক হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদকর্মীরা বলেন, সাংবাদিক মো. বোরহান উদ্দিন মুজাক্কির হত্যাকান্ডের এক সপ্তাহ পেরিয়ে গেলেও হত্যাকারীরা গ্রেফতার হয়নি। দ্রুত দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।


বস্তিবাসীকে না জানিয়েই ভ্যাকসিনের ট্রায়াল

গাড়িতে অগ্নিকান্ড, রেকর্ড সংখ্যক গাড়ি উঠিয়ে নিচ্ছে হুন্দাই

সানি লিওনের জায়গা নিলেন আবিরা! (ভিডিও)

৭ সন্তান নিতে স্বেচ্ছায় দেড় লাখ ডলার জরিমানা গুনলেন চীনা দম্পতি


উল্লেখ্য, গত শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট বাজারে আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় এই সংবাদ কর্মী না ফেরার দেশে চলে যান।  

মানববন্ধনে গুরুদাসপুর মডেল প্রেসক্লাবের সভাপতি প্রভাষক মোঃ মাজেম আলী মলিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দৈনিক কালেরকণ্ঠের প্রতিনিধি এম  এম আলী আক্কাছ, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি রাশিদুল ইসলাম, একাত্তর টেলিভিশনের প্রতিনিধি নাজমুল হাসান, দৈনিক সমাচারের প্রতিনিধি সাজেদুর রহমান সাজ্জাদ, দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি জালাল উদ্দিন, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি আখলাকুজ্জামান, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি আব্দুস সালাম, দৈনিক গণকন্ঠের প্রতিনিধি মেহেদী হাসান তানিমসহ কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।

news24bd.tv/আয়শা