কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সুবিধা হচ্ছে টাইগারদের: বাশার

কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সুবিধা হচ্ছে টাইগারদের: বাশার

অনলাইন ডেস্ক

বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেছেন, কিউই ক্রিকেট বোর্ডের দেয়া অনুশীলন সুবিধা নিয়েও বেশ সন্তুষ্ট দলের ক্রিকেটাররা। কোয়ারেন্টিনে প্রথম দিকে কিছু সমস্যা থাকলেও, এখন দলের সবাই চাঙ্গা আছেন। সিরিজ শুরুর অনেকটা আগে নিউজিল্যান্ডে চলে আসায়, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সুবিধা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের।

হাবিবুল বাশার সুমন বলেন, 'এখানকার ওয়েদারের সঙ্গে মানিয়ে নেয়ার এ সুযোগটা আমরা খুব ভালোভাবে কাজে লাগাচ্ছি।

অনেকদিন আগে অলে আসায় আমাদের বেশ লাভ হয়েছে। মাঠ আর উইকেট ঘুরে দেখলাম। বেশ ভালো। এখানকার আন্তর্জাতিক ম্যাচেও এরকমই উইকেট থাকবে বলে মনে হচ্ছে।
আর ওদের অনুশীলন সুবিধা তো খুব ভালো। '

হাবিবুল বাশার সুমন আরও বলেন, ‘আমাদের দেশে বায়োবাবলে কোথাও বের হওয়া যায় না। তবে, এখানে ১৪ দিন কোয়ারেন্টিন করার পর আপনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। এটা জানার পর থেকেই খুশি ক্রিকেটাররা। আগের সব কষ্ট ভুলে, আগামীর সময়ের অপেক্ষায় আছে তারা। ’


কুমিরের পেট থেকে বের করা হচ্ছে আস্ত মানুষ (ভিডিও)

প্রেমের বিয়ের ৪ মাসের মাথায় নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বাক্‌স্বাধীনতা সুরক্ষিত রাখতে মানবাধিকার সংস্থাগুলোর আহ্বান

চুম্বনের দৃশ্যের আগে ফালতু কথা বলতো ইমরান : বিদ্যা


নিউজিল্যান্ডে যাওয়ার পর থেকেই আলোচনায় কন্ডিশন আর উইকেট। তাসমান সাগরের প্রচণ্ড বাতাসে, এখানে ক্রিকেট খেলা সব দলের জন্যই কিছুটা কষ্টকর। তাই তো, কন্ডিশনিং ক্যাম্প নিয়ে আক্ষেপ থাকে সব সময়ই।

ওয়েদার আর কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার এই সুযোগটা সবাই কাজে লাগাচ্ছে শতভাগ। তার ওপর অনুশীলনের সুবিধাদি খুবই ভালো হওয়ায় ষোলোআনাই খুশি টিম ম্যানেজমেন্ট।

কোয়ারেন্টিনের নিয়ম এখন বেশ শিথিল। বাধ্যবাধকতা আছে অনেক, কিন্তু সেটাও কষ্টকর নয়। প্রথম দিকে বেশ অসুবিধায় পড়তে হয়েছিলো পুরো দলকে। তবে, সময় যেতেই মানিয়ে নিতে পেরেছে ক্রিকেটাররা। দেশে বায়ো বাবলে হোটেল বন্দি থাকতে হলেও, এখানে ১৪ দিন পর মুক্ত হাওয়ায় ঘোরা যাবে, জানার পর থেকেই উচ্ছ্বসিত তারা।

news24bd.tv / কামরুল