স্বামী হত্যার বিচার চেয়ে নারীর সংবাদ সম্মেলন

স্বামী হত্যার বিচার চেয়ে নারীর সংবাদ সম্মেলন

Other

স্বামী হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন সৈয়দা শাহিন আক্তার নামের এক নারী। আজ সকাল ১১টার দিকে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন করেন তিনি।   তার বাড়ি চট্টগ্রামের চকবাজার এলাকায়।  

লিখিত বক্তব্যে তিনি বলেন, সনাতন ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন নিরু রায়হান।

এরপর শরীয়ত অনুসারে তাদের বিয়ে হয়। পারিবারিক নানা কারণে শাহিন আক্তারের শ্বশুর বাড়ি যাতায়াত ছিলো না। তবে স্বামী বাড়িতে যাতায়াত করতেন।  

২০১৯ সালের ২১ এপ্রিল নিরু রায়হান বাড়িতে গেলে জমি নিয়ে বিরোধের জের ধরে তাকে তার ভাইয়েরা হত্যা করে বলে অভিযোগ শাহিন আক্তারের।

এ ঘটনায় ২০২০ সালের ১২ অক্টোবর বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিহতের ভাই সহ ৮ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন শাহিন আক্তার।  


অভাব দুর হবে, বাড়বে ধন-সম্পদ যে আমলে

সূরা কাহাফ তিলাওয়াতে রয়েছে বিশেষ ফজিলত

করোনার ভ্যাকসিন গ্রহণে বাধা নেই ইসলামে

নামাজে মনোযোগী হওয়ার কৌশল


আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। একই সাথে আদালতের নির্দেশে আগামীকাল ৮ মার্চ তার স্বামীর লাশ ডিএনএ ও ফরেনসিক পরীক্ষার জন্য কবর থেকে উত্তোলনের কথা রয়েছে। সংশ্লিষ্টদের কাছে এই মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার দাবি করেছেন নিরু রায়হানের স্ত্রী শাহিন আক্তার। এছাড়া তার একমাত্র সন্তান ও নিজের নিরাপত্তা এবং পরিবারিক সম্পদের ন্যায্য হিস্যা দাবি করেন তিনি।  

news24bd.tv নাজিম