সীমান্তে নজরদারি বাড়াতে মহাকাশে ভারতের কৃত্রিম উপগ্রহ

সীমান্তে নজরদারি বাড়াতে মহাকাশে ভারতের কৃত্রিম উপগ্রহ

অনলাইন ডেস্ক

সীমান্তে বিশেষ নজরদারি বাড়ানো লক্ষ্যে জিআইএসএটি-ওয়ান নামে একটি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠাচ্ছে ভারত। আগামী ২৮ মার্চ অন্ধ্রের শ্রীহরিকোটা থেকে এই উপগ্রহটি উৎক্ষেপণ করা হবে।

শুধু নজরদারিই নয়, যেকোনো প্রাকৃতিক বিপর্যয়েও নজর রাখতে পারবে এই উপগ্রহটি।

এ নিয়ে সংবাদমাধ্যমে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের (ISRO) এক কর্মকর্তা বলেন, আগামী ২৮ মার্চ একটি জিও ইমেজিং স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে এবং এটিকে ৩৬ হাজার কিলোমিটার দূরের কক্ষপথে স্থাপন করা হবে।


আরও পড়ুনঃ


সমালোচনা আমাদের কাজের সফলতা : কবীর চৌধুরী তন্ময়

পাবনায় থাকছেন শাকিব খান

সাধ্যের মধ্যে ৮ জিবি র‍্যামের রেডমি ফোন

কমেন্টের কারণ নিয়ে যা বললেন কবীর চৌধুরী তন্ময়


উপগ্রহটি ভারতের পক্ষে একটি গেম চেঞ্জার হবে বলে মন্তব্য করেছেন ইসরোর ওই কর্মকর্তা। হাই রেজোল্যুশন একটি ক্যামেরার মাধ্যমে সীমান্ত ছাড়াও গোটা দেশের উপরেই এটি নজর রাখবে।

news24bd.tv / নকিব