আসিফাকে ধর্ষণ নিয়ে যা বললেন আফ্রিদি ও হেমা মালিনী

আসিফাকে ধর্ষণ নিয়ে যা বললেন আফ্রিদি ও হেমা মালিনী

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ভারত জুড়ে তোলপাড় ফেলা কাশ্মীরে ৮ বছরের শিশু কন্যা আসিফাকে ধর্ষণ ও হত্যা নিয়ে কথা বললেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি ও বলিউড তারকা হেমা মালিনী।

গত ১৩ এপ্রিল আফ্রিদি তার টুইটারে লিখেছেন, পাকিস্তানের কসুরে ৬ বছরের জয়নাব হোক বা কাশ্মীরের ৮ বছরের আসিফা হোক এই বর্বর, অমানবিক কার্যকলাপ অবিলম্বে বন্ধ হওয়া উচিত। দোষীদের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত, ভবিষ্যতে যাতে কেউ এমন জঘন্য কাজ করার সাহস না পায়।

অন্যদিকে বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী ও বিজেপি এমপি হেমা মালিনী ভারতের কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধীর মতো তিনিও দাবি করেছেন, যারা ধর্ষণের দায়ে দোষী প্রমাণিত হবে তাদের কোনো জামিন কিংবা ক্ষমা নয়, তাদের মৃত্যুদণ্ড হওয়া উচিত।

প্রসঙ্গত, সম্প্রতি জম্মু-কাশ্মীরের কাঠুয়ায় ৮ বছরের কন্য শিশু আসিফাকে নৃশংসভাবে গণধর্ষণ ও খুনের অভিযোগ উঠে। এরপর ভারতে তোলপাড় সৃষ্টি হয়। প্রতিবাদে টুইটারে অনেক সেলিব্রিটিই তাদের ঘৃণা ক্ষোভ প্রকাশ করেছেন।

(নিউজ টোয়েন্টিফোর/কেআই)

সম্পর্কিত খবর