রংপুরে শ্রদ্ধা ও ভালোবাসায় বঙ্গবন্ধুকে স্মরণ

রংপুরে শ্রদ্ধা ও ভালোবাসায় বঙ্গবন্ধুকে স্মরণ

Other

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ফুলেল ভালোবাসা ও শ্রদ্ধায় স্মরণ করেছে রংপুরের মানুষ। জন্মশতবার্ষিকীতে ফুলে ভরে ওঠে বঙ্গবন্ধুর ম্যুরাল।

বুধবার সকালে রংপুর বিভাগীয় কমিশনার মো. আবদুল ওয়াহাব ভূঞা, রংপুর সিটি করপোরেশনের মেয়র
মোস্তাফিজার রহমান মোস্তফা, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, রংপুর মেট্টোপলিটন
পুলিশ কমিশনার আবদুল আলীম মাহমুদ, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ছাফিয়া খানম, জেলা
প্রশাসক আসিব আহসান, পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, মুক্তিযোদ্ধা কমান্ডার মোছাদ্দেক
হোসেন বাবলুসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন।

পরে গার্ড অব অনার প্রদান ও জাতির পিতার ম্যুরালের সামনে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন শেষে মোনাজাত করা হয়।

এছাড়াও রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট
রেজাউল করিম রাজু, মহানগর সভাপতি সাফিয়ার রহমান সফি, সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তি মন্ডলসহ বিভিন্ন সংগঠন সামাজিক দূরত্ব বজায় রেখে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।


আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ড, ধরা ২০ নারী

চুমু দিয়ে নারীদের সব রোগ সারিয়ে দেন ‘চুমুবাবা’

বুবলিকে ধাক্কা দেওয়া গাড়িটি ছিল ব্ল্যাক পেপারে মোড়ানো, ছিল না নম্বর প্লেট

অস্ত্রের মুখে ছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও ধারণের পর দফায় দফায় ধর্ষণ


এদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজ, রংপুর সরকারি কলেজ, সরকারি বেগম রোকেয়া
কলেজ, পুলিশ লাইন্স স্কুল ও কলেজসহ নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ক্যাম্পাসে নানা আয়োজনে দিবসটি পালন করে। রংপুর মহানগরীসহ জেলার বিভিন্ন স্থানে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, মুজিব শতবর্ষের ব্যাচ ধারণ, আলোচনা সভা, শিশু-কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আওয়ামী লীগসহ বিভিন্ন সরকারি, বেসরকারি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো নানান আয়োজনের মধ্য দিয়ে জাতির জনকের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করছে।

ধর্মীয় প্রতিতষ্ঠানগুলোতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

news24bd.tv তৌহিদ