তিন মাস পার হলেও এখনো সংস্কার  হয়নি ভাসানটেক সড়ক

তিন মাস পার হলেও এখনো সংস্কার হয়নি ভাসানটেক সড়ক

Other

অবৈধ উচ্ছেদ অভিযানে শেষ হবার তিন মাস পার হলেও এখনো সংস্কার করা হয়নি রাজধানীর ভাসানটেক বাজার থেকে পকেট গেট রাস্তাটি। অভিযোগ আছে রাস্তা সংস্কারে সিটি কপোরেশনের উদাসিনতা রয়েছে। ফলে ভেঙ্গে ফেলা ভবনগুলো আবার সংষ্কার করে রাস্তা দখলে যাচ্ছেন স্থানীয়রা।  

গত ৫ জানুয়ারি রাজধানীর ভাসানটেক বাজার থেকে পকেট গেট পর্যন্ত রাস্তার দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

এই কাজে সমন্বয় করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এসময় সিটি কর্পোরেশনের দাবী ২০ ফুট রাস্তা এবং রাজউক এর বিল্ডিং কোড মেনে প্রতিটি ভবন থেকে অনুমোদনহীন ভবনের অংশ ভেঙে ফেলে রাজউক।


শ্রীলংকার সঙ্গে বাংলাদেশের কী কী চুক্তি হলো জেনে নিন

সরকারদলীয়দের জন্য এক ধরনের আইন অন্যদের জন্য ভিন্ন: জিএম কাদের

বায়ু দূষণ ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেই

ফেইসবুকে মোদির সফরবিরোধী স্ট্যাটাস দিয়ে ছাত্র আটক


শুক্রবার সরজমিন ঘুরে দেখা যায়, রাজউক এর নকশা অনুযায়ী পাচঁ ফিট করে ভেঙ্গে ফেলা স্থাপনাগুলো আবার পায়তারা শুরু হয়েছে।

উচ্ছেদ এর পর রাস্তাটি দ্রুত সংস্কার না করায় আবার দখল হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

পুনরায় দখলের কথা স্বীকার করেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর।

news24bd.tv

রাজউকের নকশা অনুযায়ী রাস্তাটি ২০ ফুট বুঝে পায় দাবি সিটি কপোরেশনের। কিন্তু বাস্তবতায় রাস্তাটি কোথাও-কোথাও ১৫ থেকে ১৬ ফুট এর বেশি নেই।

news24bd.tv আয়শা