ক্রিকেটার হওয়ার কোনো পরিকল্পনা ছিল না সাকিবের

ক্রিকেটার হওয়ার কোনো পরিকল্পনা ছিল না সাকিবের

অনলাইন ডেস্ক

কোনো প্ল্যান থাকলে ফুটবলার অথবা ডাক্তার-ইঞ্জিনিয়ার হতেন বলে জানিয়েছেন বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় সাকিব আল হাসান। বৃহস্পতিবার ফেসবুক লাইভে এসে এমন কথা বলেছেন টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্বের সেরা এ অলরাউন্ডার।

তিনি কার খেলা দেখে উদ্বুদ্ধ হয়েছেন সে ব্যাপারেও লাইভে খোলাসা করেন সাকিব।


মোবাইল ফোনে কথা বলার পরই স্কুলছাত্রীর গলায় ফাঁস

মোদীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তৃণমূল কংগ্রেসের

দেশে আজ সর্বোচ্চ সংখ্যক মানুষ করোনা আক্রান্ত হয়েছেন

করোনা ব্যাপকভাবে বিস্তার ঘটছে, স্বাস্থ্যবিধি মেনে চলুন: প্রধান বিচারপতি


সাকিব বলেন, ‘ওভাবে তো তখন খেলা দেখার সুযোগ হয়নি।

ছোট ছিলাম অনেক। ওই সময় এত ইন্টারন্যাশনাল ম্যাচ হতো না, দেখারও তেমন সুযোগ ছিল না। তবে ইন্ডিয়া-পাকিস্তান ম্যাচ বেশি দেখা হতো। ওখানে সাঈদ আনোয়ারের খেলা ভালো লাগতো, সাকলাইন মুশতাক, ওয়াসিম আকরাম, শচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়।
এদের খেলাই বেশি দেখা হতো। ’

সাকিব আল হাসান আরও বলেছেন,  ক্রিকেটার হব সেটা পরিকল্পনা ছিল না। যদি প্ল্যান থাকতো তাহলে ফুটবলার হতাম অথবা ডাক্তার-ইঞ্জিনিয়ার হতাম। ক্রিকেটটা পুরোটাই প্ল্যানের বাইরে।

news24bd.tv তৌহিদ