করোনায় মারা গেলেন ‘বেইলী রোড’ সিনেমার পরিচালক

করোনায় মারা গেলেন ‘বেইলী রোড’ সিনেমার পরিচালক

অনলাইন ডেস্ক

মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বিজ্ঞাপন ও চলচ্চিত্র নির্মাতা মাসুদ কায়নাত।   সোমবার (০৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর ফরাজী হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন চলচ্চিত্র নির্মাতা মনিরুল ইসলাম সোহেল।

তিনি বলেন, ৫-৬ দিন আগে কায়নাতের করোনা রিপোর্ট পজিটিভ আসে।

এরপর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।  


ঝর্ণার বড় ছেলের দাবী ডিভোর্সের আগেই মাওলানা মামুনুল মাকে কু প্রস্তাব দেয়

রিকশা করে বই মেলায় যেতে বাধা নেই : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

মামুনুল হক অবরুদ্ধের ঘটনায় সোনারগাঁও থানার ওসি বদলি


 

কায়নাত মূলত একজন বিজ্ঞাপন নির্মাতা ছিলেন। হাজারেরও উপরে বিজ্ঞাপন বানিয়েছেন তিনি। চলচ্চিত্র ও নাট্যনির্মাতা হিসেবেও তার পরিচিতি রয়েছে।

নিজের লেখা গল্পে তার একমাত্র পরিচালিত চলচ্চিত্র ‘বেইলী রোড’।

news24bd.tv/আলী