রমজানে কাতারে কমছে ছয় শতাধিক পণ্যের দাম

রমজানে কাতারে কমছে ছয় শতাধিক পণ্যের দাম

অনলাইন ডেস্ক

আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে ৬৫০টির বেশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমিয়েছে কাতার সরকার। দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় দাম কমানো এসব পণ্যের তালিকা প্রকাশ করেছে।

কাতারভিত্তিক গণমাধ্যম দ্য পেনিনসুলা জানায়, কাতারের বড় বড় সব শপিংমল ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথভাবে এই উদ্যোগ বাস্তবায়ন করতে দেশটির সরকার।

এছাড়া রমজান শুরু হতে কিছুদিন বাকি থাকলেও গতকাল মঙ্গলবার থেকেই এই মূল্যছাড়ের নির্দেশনা কার্যকর হবে।

রমজানের শেষদিন পর্যন্ত এই মূল্যছাড় কার্যকর থাকবে।

শুধু মূল্যছাড় দেয়াই নয় এটি ঠিকভাবে কার্যকর হওয়া এবং পণ্যের গুণগত মান নিশ্চিতে পুরো রমজান মাসজুড়ে কঠোর নজরদারি চালায় মন্ত্রণালয়ের ভোক্তা সুরক্ষা বিভাগ।


আরও পড়ুনঃ


গৃহবন্দি থাকার দুইদিনের মাথায় আনুগত্য প্রকাশ

একমত হইনি বলে দালাল হিসেবে সমালোচিত হয়েছি

তারপরও জীবনের উপর দিয়ে মানুষ হেঁটে যাক অপূর্ণতার গন্তব্যে

বড়দের দায়িত্বহীনতার জন্য সন্তানদের মূল্য দিতে হয়


মূল্যছাড় দেয়া পণ্যের তালিকায় রয়েছে- আটা, চিনি, চাল, পাস্তা, মুরগি, তেল, দুধ। এছাড়াও বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য এবং রমজানের সময় চাহিদা বেড়ে যায় এমন পণ্যও রয়েছে এই তালিকায়।

গত ৯ বছর ধরে মুসলিমদের সুবিধার্থে মূল্যছাড়ের এই কার্যক্রম পরিচালনা করে আসছে কাতার সরকার।

news24bd.tv / নকিব