মুহূর্তেই শেষ হয়ে গেছে হাজারও কৃষকের স্বপ্ন

Other

কালবৈশাখী ঝড় ও গরম বাতাসে নেত্রকোনার হাওরাঞ্চলসহ বিভিন্ন উপজেলায় কয়েক হাজার হেক্টর বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকরা জানান, এক রাতেই জমির ধান সবুজ থেকে সাদা হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে ধানের শীষ।  

আর মুহূর্তেই শেষ হয়ে গেছে হাজারও কৃষকের স্বপ্ন।

এ অবস্থায় উৎপাদন খরচ তোলা নিয়ে দিশেহারা কৃষক। গেল রোববার আচমকা গরম বাতাস ও বৈশাখী ঝড়ো হাওয়ায় নেত্রকোনার হাওরাঞ্চল মদন-মোহনগঞ্জ ও খালিয়াজুরীসহ বেশকটি উপজেলার বোরো ধানে ব্যাপক ক্ষতি  হয়েছে।

কৃষকরা জানান, এ বছর বোরো ধানের বাম্পার ফলনের আশা থাকলেও এক রাতের গরম হাওয়ায়  জমির ধানের শীষ সাদা হয়ে গেছে। সমস্ত ধান চিটা হয়ে বিবর্ণ হয়ে গেছে।

এমন প্রাকৃতিক দুর্যোগ আগে কখনো দেখেনি তারা।  

ধার দেনা করে লাভের আশায় ধানের আবাদ করেছেন তারা। এখন লাভ তো দূরের কথা, পরিবারের ভরণ পোষণ ও উৎপাদন খরচ তোলা নিয়ে দুশ্চিন্তায় এ অঞ্চলের ৪০ হাজার কৃষক।


১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউননের চিন্তা করছে সরকার: কাদের

ব্রাহ্মণবাড়িয়ার ৯ থানা, ১২ পুলিশ ক্যাম্প ও ফাঁড়িতে এলএমজি নিয়ে প্রস্তুত পুলিশ

মাওলানা মামুনুলের ফেসবুক পেজে নেই সেই লাইভ ভিডিও

খুব অকথ্য এসব ফিলিংস!


গেল বুধবার ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু (এমপি)। এসময় তিনি অসহায় কৃষকদের সহায়তার আশ্বাস দেন।  

সংশ্লিষ্টরা জানান, হাওরাঞ্চলে বোরো ধানের ক্ষতির পরিমাণ নিরুপণে কাজ চলছে।

এ বছর নেত্রকোনায় ১ লাখ ৮৫ হাজার ২৫০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে।

news24bd.tv নাজিম