লকডাউনেও চলবে নাটকের শুটিং

লকডাউনেও চলবে নাটকের শুটিং

অনলাইন ডেস্ক

করোনা সংক্রণ রোধে আগামীকাল থেকে সারা দেশে শুরু হচ্ছে লকডাউন। এর মধ্যে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এমন অবস্থায় প্রতি ওয়াক্ত নামাজ ও তারাবিতেও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। এমনকি  এ সময় অতি জরুরি প্রয়োজন ছাড়া বাসা বা বাড়ি থেকে কেউ বাইরে বের হতে পারবে না।

বাইরে বের হতেও প্রয়োজন হবে পুলিশের ‘মুভমেন্ট পাস’। তবে এসব বিধিনিষেধের মধ্যেও টেলিভিশন নাটকের শুটিং চলবে।

টেলিভিশনের পাঁচটি সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় লকডাউনেও কিছু বিধিনিষেধ মেনে নাটকের শুটিং করা যাবে বলে।   

এই বিষয়ে ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর জানিয়েছেন, সরকারি নির্দেশনা অনুযায়ী শুটিংয়ের বিষয়ে নিষেধাজ্ঞার কথা কিছু বলা নেই।

কিন্তু আমরা তবুও শুটিং করতে বলছি না। কিন্তু সামনে ঈদ আর এই উৎসব কেন্দ্রিক কিছু পরিচালকের কিছু কাজ অসমাপ্ত রয়ে গেছে। তাদের কথা বিবেচনা করে বিধিনিষেধ দিয়ে কাজের জন্য অনুমতির সিদ্ধান্ত দিয়েছে সংগঠনগুলো।

শুটিং করতে মানতে হবে যেসব শর্ত - আন্তঃ সংগঠনের দেয়া স্বাস্থ্য বিধি কঠোরভাবে মেনে কাজ করতে হবে।  
দৃশ্য ধারণে আগে সংশ্লিষ্ট ইউনিট প্রধানের সকল শিল্পী কলাকুশলীর শরীরের তাপমাত্রা পর্যবেক্ষণ এবং শারীরিক অবস্থা সম্পর্কে সর্বশেষ তথ্য সম্পর্কে অবশ্যই অবহিত থাকতে হবে।
কোনো শিল্পী, কলাকুশলীকে এ পরিস্থিতিতে তার ইচ্ছার বিরুদ্ধে শুটিংয়ের জন্য জোর করা যাবে না।  
এই পরিস্থিতিতে যেকোনো শিল্পী যুক্তিসঙ্গত কারণ দেখিয়ে চুক্তিবদ্ধ কাজ থেকে প্রত্যাহার করতে পারবেন।

টেলিভিশনের পাঁচটি সংগঠন হলো- এফটিও, টেলিপ্যাব, ডিরেক্টরস গিল্ড, অভিনয়শিল্পী সংঘ, টেলিভিশন নাট্যকার সংঘ।

news24bd.tv/আলী