আমি একদিন গাছ হবো!

আমি একদিন গাছ হবো!

Other

কানাডায় সাত আট মাস ঠান্ডা থাকে। এই কারণে যারা ঠান্ডা ভয় পান তারা কানাডাকে এভোয়েড করেন। সন্দেহ নেই কানাডা বসবাসের জন্য অতি চমৎকার একটি দেশ। ঠান্ডার সময় বাদ দিলে বাকি কয়েকমাস কানাডা চমৎকার।

অতি চমৎকার। সেটা হচ্ছে মে থেকে আগষ্ট।

এরমধ্যে এপ্রিলেও গাছ পালাগুলো একাকী দাঁড়িয়ে আছে। কী ভীষণ নির্জন, নিঃসঙ্গ আর পাতাপল্লবহীন।

কোথাও সবুজের চিহ্নমাত্র নেই। মনে হচ্ছে গাছ গাছালিরও লকডাউন চলছে, স্টে এট হোম চলছে।

সেই কবে সেপ্টেম্বর থেকে পাতা ঝড়তে শুরু করেছিল আজও তারা তাদের আসল রূপ ফিরে পায়নি। বলতে গেলে সাত আট মাস ধরে গাছেরা একটি লাঠির মতো দাঁড়িয়ে আছে। শ্রীহীন, নির্জন, কঙ্কাল যেনো।

আরও পড়ুন


সবচেয়ে বরকতময় ও মর্যাদাপূর্ণ রমজান মাস

আবদুল মতিন খসরুর সম্মানে সুপ্রিম কোর্ট বসছে না আজ

সুপ্রিম কোর্টে আবদুল মতিন খসরুর দ্বিতীয় জানাজা সম্পন্ন

আলেম-ওলামাদের মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে হেফাজতের বিবৃতি


যদিও জীবিত কিন্তু মৃতের মতো করুণ আর বিবর্ণ। আমার নিজেকে মাঝে মাঝে এদেশের গাছের মতো মনে হয়। কোভিডের কারণে আরো নিঃসঙ্গ, বন্ধুহীন আর কবরের মতো একাকী লাগে আমার। অনেকের ভীড়েও আমার একাকীত্ব ঘোচে না কখনও। তার উপর দীর্ঘ বন্দীত্ব। আর একবার যদি জন্মাই তাহলে আমি গাছ হবো....।

news24bd.tv আহমেদ

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর