বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষ পাঁচে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষ পাঁচে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক

নিজস্ব প্রতিবেদক

স্পেন ভিত্তিক সিমাগো ইনস্টিটিউশনস র‌্যাঙ্কিং ২০২১ এ ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে পঞ্চম এবং বাংলাদেশের সকল সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে ১৯তম স্থান লাভ করেছে। এছাড়াও ইউএপি ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং ৮৩৭, এবং এশিয়া র‌্যাঙ্কিং ৪৫৮ অবস্থান করছে।

গবেষণা, উদ্ভাবন এবং সামাজিক প্রভাব-এই তিনটি বিষয়ের উপর ভিত্তি করে এ বছর সিমাগো ইনস্টিটিউশনস র‌্যাংকিংয়ের তালিকায় দেশের শীর্ষস্থানীয় এ বিশ্ববিদ্যালয়টি পঞ্চম স্থান লাভ করেছে।

আরও পড়ুন


বান্দরবানে ভাল্লুকের আক্রমণে কৃষক আহত

খুলনা সিটি মেয়রের আইসিটি মামলায় সাংবাদিক আবু তৈয়ব গ্রেপ্তার

সুযোগ পেয়েও হাতছাড়া করলেন সাইফ, ফিরলেন সাজঘরে

করোনা: আসলে আমরা কেউ কারো নই!


গবেষণা নির্ভর এ বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয় যেমন নর্থ সাউথ, এআইইউবি, ইউআইইউ মতো বাংলাদেশের অন্যান্য নামী বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলির তুলনায় সাফল্যের সাথে শীর্ষস্থান ধরে রেখেছে।

এছাড়া, ইউএপির কম্পিউটার সায়েন্স বাংলাদেশ র‌্যাংকিংয়ে একাদশ, এনার্জীতে দ্বাদশ এবং পুরকৌশলে ১২তম স্থান লাভ করেছে।

উল্লেখ্য, ২০২১ সালে সারা বিশ্ব থেকে ৮ হাজার ১২৬টি বিশ্ববিদ্যালয় এই তালিকায় জায়গা পেয়েছে। স্কপাস ডাটাবেইজে কমপক্ষে ১০০টি গবেষণা প্রকাশিত হয়েছে এই সব প্রতিষ্ঠাকেই এই র‌্যাংকিংয়ের জন্য বিবেচনা নেয়া হয়।

news24bd.tv আহমেদ