সংক্রমণ কমলে পুরো কৃতিত্ব সরকারের,বাড়লে দোষ মানুষের!

সংক্রমণ কমলে পুরো কৃতিত্ব সরকারের,বাড়লে দোষ মানুষের!

Other

উল্টোডাঙ্গা-উল্টোরথ-উল্টোপথ যে কোনো কিছু বলতে পারেন আমাদের করোনা মোকাবেলার নির্দেশনা বিষয়ে । লকডাউন বা বিধি-নিষেধের মেয়াদ বাড়ল,দোকান-শপিংমল খুলে দিয়ে।

ঈদের জামাত হবে মসজিদের ভেতরে। অথচ খোলা জায়গা মাঠ তুলনামূলকভাবে নিরাপদ।

সংক্রমণ কমলে পুরো কৃতিত্ব সরকারের,বাড়লে মানুষের স্বাস্থ্যবিধি না মানার দোষ। দোকান-শপিংমল খুলে দিয়ে বলবেন,মানুষ কেন কেনাকাটা করতে গেল। ডিম আগে না মুরগি,গাড়ি না ঘোড়া...।

শপিং করব আর হেফাজত নিয়ে আলোচনা করব।

খারাপ না ব্যাপারটা! কিসের করোনা, কিসের কি...।
 জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা কেন আছেন সরকারের পরামর্শ কমিটিতে?

গোলাম মোর্তোজা, সিনিয়র সাংবাদিক ।  

news24bd.tv/আলী