ভারতে একদিনে শনাক্ত পৌনে চার লাখ, মৃত্যুর রেকর্ড

ভারতে একদিনে শনাক্ত পৌনে চার লাখ, মৃত্যুর রেকর্ড

অনলাইন ডেস্ক

ভারতে প্রতিদিনের মতো আজকেও ভেঙেছে করোনাভাইরাসে শনাক্তের রেকর্ড। গত ২৪ ঘন্টায় ভারতে করোনা শনাক্ত হয়েছেন ৩ লাখ ৭৯ হাজারের বেশি মানুষ। মারা গেছেন ৩ হাজার ৬৪৫ জন।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে কেন্দ্রীয় সরকার প্রচারিত স্বাস্থ্য বুলেটিনের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো।

এর ফলে করোনা আক্রান্ত হয়ে ভারতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৪ হাজার ৭৩২ জনে।


আরও পড়ুনঃ


ইফতারে প্রশান্তি পেতে বাঙ্গির শরবত

ইন্দোনেশিয়ার সাবমেরিনটির ক্রুদের বিদায়ী সঙ্গীত (ভিডিও)

করোনা ঠেকাতে গোয়ায় চার দিনের লকডাউন

দিল্লিতে করোনায় মৃতের সৎকার সংখ্যার সাথে সরকারি সংখ্যার হিসাবে গরমিল


এর আগের ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মৃত্যু হয় ৩ হাজার ২৯৩ জন করোনা রোগীর। সেটি ছিল ভারতে করোনার ইতিহাসে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। আজ আবারও সেই রেকর্ড ভাঙল।

সেদিন নতুন করে সংক্রমণ শনাক্ত হয় রেকর্ড ৩ লাখ ৬০ হাজার ৯৬০ জনের শরীরে। আজ সেই রেকর্ডও ভেঙে গেল।

news24bd.tv / নকিব