তাসকিনের জোড়া শিকারের পর তাইজুলের আঘাত, টাইগার শিবিরে স্বস্তি

তাসকিনের জোড়া শিকারের পর তাইজুলের আঘাত, টাইগার শিবিরে স্বস্তি

অনলাইন ডেস্ক

ক্যান্ডিতে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে দলীয় ৩০০ রান তুলে বড় সংগ্রহের দিকে এগোচ্ছিলেন দুই অপরাজিত ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নে ও অশাধা ফার্নান্দো।

এই দুইজনের জুটিতে যখন হাঁসফাঁস অবস্থা টাইগার শিবিরে, ঠিক তখন স্বস্তি ফিরিয়ে আনলেন তাসকিন আহমেদ। সকাল থেকেই দুর্দান্ত বোলিং করা তাসকিনের ফাঁদে পড়েন থিরিমান্নে।

২৯৮ বলে ১৪০ রানের ইনিংস খেলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে বিদায় নিয়েছেন এই ওপেনার।

তবে ফার্নান্দোও তুলে নিয়েছেন অর্ধশতক। থিরিমান্নের বিদায়ে ব্যাটিংয়ে নামেন এঞ্জেলো ম্যাথিউস।

তবে টিকতে পারেননি তাসকিনের গতির কাছে। মাত্র ৫ রান করেই সেই লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন সাজঘরে।

আরও পড়ুন


বগুড়ার শেরপুরে ট্রাক চাপায় ভ্যানচালক নিহত

এবার কাদের মির্জাকে বহিষ্কারে ৭ দিনের আল্টিমেটাম ভাগ্নে মঞ্জুর

মামুনুলের বিরুদ্ধে ‘কথিত’ স্ত্রী ঝর্ণার ধর্ষণ মামলা

গেইলের এ কেমন হাস্যকর ক্যারাম খেলা (ভিডিও)


পাল্লেকেলেতে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে ২০৯ রানের জুটি বেঁধে হাঁপিয়ে তুলেছিল লঙ্কান দুই ওপেনার দ্বীমুথ করুণারত্নে ও লাহিরু থিরিমান্নে। তবে শেষ সেশনে করুণারত্নেকে ১১৮ রানে ফিরিয়ে স্বস্তি ফেরান অভিষিক্ত শরিফুল ইসলাম।

এরপর বাকি সময়টা স্বাচ্ছন্দে কাটিয়ে দেন থিরিমান্নে ও অশাধা ফার্নান্দো। ১ উইকেটে ২৯১ রান তুলে শেষ হয় প্রথম দিন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ৩২৮ রান।

news24bd.tv আহমেদ