উড়ন্ত ব্যাঙ্গালোরকে মাটিতে নামাল পাঞ্জাব

উড়ন্ত ব্যাঙ্গালোরকে মাটিতে নামাল পাঞ্জাব

অনলাইন ডেস্ক

এ আইপিএলে উড়ন্ত ফর্মে রয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রথম ছয় ম্যাচে মাত্র একটি ম্যাচে হেরেছে তারা। তাই ছয় ম্যাচে মাত্র দুইটিতে জেতা পাঞ্জাব কিংস উড়ন্ত ব্যাঙ্গালোরকে যেন মাটিতে নামিয়ে এনেছে! বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েলদের মতো তারকাদের নিয়ে শক্তিশালী ব্যাটিং লাইন আপ সাজানো রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ধ্বসিয়ে দিয়ে জয় পেল পাঞ্জাব কিংস। ১৮০ রানের টার্গেট তাড়ায় ৩৪ রানে হারে বিরাট কোহলির নেতৃত্বাধীন দলটি।

 

শুক্রবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএল ১৪তম আসরের ২৬তম ম্যাচে বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে  লোকেশ রাহুল ও ক্রিস গেইলের ব্যাটিং তাণ্ডবে ৫ উইকেটে ১৭৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে পাঞ্জাব।  

টসে হেরে ব্যাটিংয়ে রাহুলের ওপেনিং সঙ্গী হিসেবে আজ নেমেছিলেন প্রাভসিমরান সিং, সুবিধা অবশ্য করতে পারেননি তিনি। পাওয়ারপ্লে ব্যাঙ্গালোরের দিকেই ঝুঁকে থাকলেও কাইল জেমিসনের করা শেষ ওভারেই মোড় ঘুরিয়ে দেন ক্রিস গেইল, পাঁচটি চারে ২০ রানের ওভারের পর পাওয়ারপ্লেতে ওঠে ৪৯ রান।
 
রাহুল কিছুটা ধীরগতির থাকলেও গেইলের আক্রমণে পাঞ্জাবের রান রেটে তাই বড় সমস্যা মনে হয়নি তখন।

অবশ্য স্যামসের দারুণ এক বাউন্সারে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে গেইল ফিরেছেন ২৪ বলে ৪৬ রান করে। নিকোলাস পুরানের দুঃসহ মৌসুমে তার হতাশা আরও বাড়িয়ে তাকে চতুর্থবার শূন্য রানে ফিরিয়েছেন জেমিসন। আক্রমণে এসেই প্রথম ওভারেই শাহবাজ আহমেদ ফিরিয়েছেন দীপক হুডাকে। গেইলের কাছে নাস্তানাবুদ হওয়া যুজভেন্দ্র চেহেল দারুণ শেষ ওভারে বোল্ড করেছেন শাহুরুখ খানকে। মাঝে ১১.২ ওভার থেকে ১৭.২ ওভার পর্যন্ত হয়নি কোনো বাউন্ডারিই।

তবে থিতু হওয়া রাহুল আরেকবার বুঝিয়ে দিয়েছেন কেন তিনি স্ট্রাইক রেটের চেয়ে উইকেটে টিকে থাকাকে বেশি প্রাধান্য দেন। ৩৫ বলে ফিফটি করেছেন, প্রথম ৩৩ বলে করেছিলেন ৪৩, পরের ২৪ বলে ৪৮। রাহুলের শেষদিকের ঝড়ের সঙ্গে হারপ্রিতের ক্যামিও মিলিয়ে শেষ তিন ওভারে ৪৭ রানে পাঞ্জাব গিয়ে থেমেছে ১৭৯ রানে।  

১৮০ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। রিলে মেরেডিথের বলে দেবদূত পাড়িক্কাল বোল্ড হন ৭ রান করে। রানের গতিটাও বাড়াতে পারছিলেন না বিরাট কোহলি আর রজত পাতিদার। ১১ তম ওভারে বোলিং আক্রমণে এসে যেন কোহলিদের মেরুদণ্ডটাই ভেঙে দেন হারপ্রিত ব্রার। তার প্রথম বলে বোল্ড হন বিরাট কোহলি। ৩৪ বলে করেন তিনি ৩৫ রান। দ্বিতীয় বলেই তুলে নেন গ্লেন ম্যাক্সওয়েলের উইকেট।

নিজের পরের ওভারের প্রথম বলেই ফিরিয়ে দেন এবি ডি ভিলিয়ার্সকে (৯ বলে ৩)। তিন ব্যাটিং স্তম্ভকে টিকতে না দিলে ম্যাচ থেকে ছিটকে যায় রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এরপর রজত পাতিদারকে কিছুক্ষণ সঙ্গ দেন শাহবাজ আহমেদ। ৩০ বলে ৩১ রান করে ক্রিস জর্ডানের শিকার হন পাতিদার। পরের ওভারেই রবি বিষ্ণই জোড়া আঘাত হানেন। পর পর দুই বলে শাহবাজ আর ড্যানিয়েল শামসের উইকেট নেন এ লেগি।

শেষদিকে ঝড় তুলেন হার্শাল প্যাটেল। শেষ ওভারে আউট হওয়া এ ব্যাটসম্যান ১৩ বলে ৩১ রানের ঝড়ো ইনিংসে হারের ব্যবধানটা কমান। তাকে সঙ্গ দেওয়া কাইল জেমিসন অপরাজিত ছিলেন ১১ বলে ১৬ রান করে।


সংক্ষিপ্ত স্কোর

পাঞ্জাব কিংস ১৭৯/৫, ২০ ওভার
রাহুল ৯১, গেইল ৪৬, হারপ্রীত ২৫*
জেমিসন ২/৩২, শাহবাজ ১/১১

রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১৪৫/৮, ২০ ওভার
কোহলি ৩৫, প্যাটেল ৩১, পাতিদার ৩১
হারপ্রীত ৩/১৯, বিষ্ণই ২/১৭

পাঞ্জাব কিংস ৩৪ রানে জয়ী

news24bd.tv/আলী