খুলনায় কর্মহীন প্রান্তিক শ্রমিকদের সহায়তা
মে দিবস উপলক্ষে

খুলনায় কর্মহীন প্রান্তিক শ্রমিকদের সহায়তা

Other

খুলনায় মহান মে দিবস উপলক্ষে কর্মহীন পাঁচ শতাধিক প্রান্তিক নারী শ্রমিক, গণ পরিবহণ শ্রমিক ও মুদি দোকানদারকে মানবিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন।  

প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা বিতরণ কর্মসূচির আওতায় তাদেরকে চাল, ডাল, সবজি ও মুরগি প্রদান করা হয়। শনিবার সকালে খুলনা বিভাগীয় কমিশনারের অফিস প্রাঙ্গণে খাদ্য সহায়তা বিতরণ করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এমপি। এ সময় উপস্থিত ছিলেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।

সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।  

উল্লেখ্য, চলমান করোনা পরিস্থিতিতে দৈনন্দিন আয়ের উপর নির্ভরশীল অসংখ্য শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। পরিবারের ব্যয় নির্বাহ করতে না পেরে তারা মানবেতর জীবন যাপন করছে। কর্মহীন এই শ্রমিকদের অসহায়ত্বের কথা চিন্তা করে খাদ্য সহায়তা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে কর্মহীন শ্রমিকরা খাদ্য সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুন:


কলার পুষ্টিগুণ

নির্জনতা কখনো আমাদের শূন্য হাতে ফেরায় না

৩ লাখ ছাড়ানোর নয় দিনের মাথায় ৪ লাখ সংক্রমণে ভারত!

শপিংয়ে না যাওয়ার ঘোষণা দিয়ে পরদিন কিনলেন নতুন গাড়ি


news24bd.tv / কামরুল