ধর্ষণ বন্ধে মোদিকে ছয় শতাধিক বুদ্ধিজীবীর চিঠি

ধর্ষণ বন্ধে মোদিকে ছয় শতাধিক বুদ্ধিজীবীর চিঠি

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ভারতে ধর্ষণের বিরুদ্ধে এবার সোচ্চার হয়েছেন বুদ্ধিজীবীরা। দেশটির ৬ শতাধিক বুদ্ধিজীবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি খোলা চিঠি দিয়েছেন। ভারতের পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও তাদের স্বাক্ষরের মধ্য দিয়ে এ প্রতিবাদে অংশ নিয়েছেন।
 
আমলাদের পর এ চিঠি পাঠানোর মধ্য দিয়ে এক সপ্তাহে দুটি খোলা চিঠি পাঠানো হল মোদীকে।

তাকে ৬৩৭ জন বুদ্ধিজীবীদের একটি দল তাদের স্বাক্ষরিত ওই চিঠি পাঠান। এদের মধ্যে ২ শতাধিক বিদেশি একাডেমিক স্কলারও রয়েছেন।

বুদ্ধিজীবীদের পক্ষ থেকে দেয়া চিঠিতে জানানো হয়, শিশু কিংবা প্রাপ্তবয়স্ক কোনো ধর্ষণই মেনে নেয়া যায় না।  

সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে ৮ বছর বয়সী শিশু আসিফা বানুসহ আরও বেশ কয়েকটি গণধর্ষণ ও হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে গোটা ভারত।

 

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন সমালোচনা হচ্ছে তেমনি রাজপথেও আন্দোলন হচ্ছে। এর ফলে সাবেক আমলাদের পরপরই বুদ্ধিজীবীদের এ চিঠিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিকে, শিশুধর্ষণ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার আনা অধ্যাদেশে সিলমোহর দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রোববার ওই অধ্যাদেশে স্বাক্ষর করেন তিনি। ধর্ষণ নিয়ে দেশজুড়ে উত্তাল পরিস্থিতির পর মন্ত্রিসভায় এ বিলটি অনুমোদন পায়।

ওই অধ্যাদেশে স্বাক্ষর করার পর শিশু ধর্ষণের চূড়ান্ত শাস্তি হিসেবে কার্যকর হয়ে গেল মৃতুদণ্ড। নতুন এ অধ্যাদেশে ধর্ষণ মামলার দ্রুত নিষ্পত্তিতে রাজ্যগুলোর সহযোগিতা নিয়ে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত হয়েছে।

সূত্র: এনডি টিভি     •      অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর