‘আলীময়’ এক জয়

‘আলীময়’ এক জয়

অনলাইন ডেস্ক

দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টেও পাকিস্তান  চার আলী ম্যাজিকে  ইনিংস ব্যবধানে জয় পেয়েছে পাকিস্তান। স্কোরকার্ডে পাকিস্তানের পক্ষে নামগুলো পড়ুন। এক শাহিন শাহ আফ্রিদি ছাড়া বাকি সবাই ‘আলি’। আবিদ, আজহার, নুমান, হাসান ‘আলি’ দের এক ম্যাচে পাকিস্তান পেয়েছে দারুণ এক জয়।

জিম্বাবুয়েকে হারিয়েছে ইনিংস ও ১৪৭ রানে। গড়েছে বিরল এক রেকর্ডও।

শুরুটা করেছিলেন আবিদ, সঙ্গ দিচ্ছিলেন সাবেক অধিনায়ক আজহার। প্রথম জন দ্বিশতক পেলেও দ্বিতীয়জন থেমেছিলেন ১২৬ রানে।

তবে তাতেই ম্যাচের সুরটা বেধে দিয়েছিলেন দু’জনে। পরে নুমান আলির ৯৭-এ ভর করে পাকিস্তান থেমেছে ৫১০ রানে।

জবাবে জিম্বাবুয়ে হাসান আলির তোপে গুটিয়ে যায় মাত্র ১৩২ রানেই। আজ শাহিনের ৫ উইকেট শিকারের মাধ্যমে ইতিহাস গড়েছে পাকিস্তান। নিজেদের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো একই ম্যাচে তিনজন বোলারের ফাইফারের নজির গড়লেন তারা।  

প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন পেসার হাসান আলি। দ্বিতীয় ইনিংসে শাহিন ছাড়াও ৫ উইকেটে পেয়েছেন বাঁহাতি স্পিনার নোমান আলি।

প্রায় ১৫০ বছরের টেস্ট ইতিহাসে মাত্র ছয়বার ঘটল এই বিরল ঘটনা।  

সবশেষ ১৯৯৩ সালে এমন ঘটনা দেখেছিল সাদা জার্সির খেলায়। প্রায় ২৮ বছর পর এবার সেই বিরল ইতিহাসে নাম লেখাল পাকিস্তান। একই ম্যাচে কোনো দলের তিন বোলার ফাইফার নিতে পেরেছেন।  

সংক্ষিপ্ত স্কোর 

টস : পাকিস্তান

পাকিস্তান ১ম ইনিংস : ৫১০/৮ (১৪৭.১ ওভার)
আবিদ ২১৫*, আজহার ১২৬, নোমান ৯৭
মুজারাবানি ৮২/৩, চিসোরো ১৩১/২

জিম্বাবুয়ে ১ম ইনিংস : ১৩২/১০ (৬০.৪ ওভার)
চাকাভা ৩৩, টিরিপানো ২৩
হাসান ২৭/৫, সাজিদ ৩৯/২

জিম্বাবুয়ে ২য় ইনিংস : ২৩১/১০ (৬৮ ওভার)
চাকাভা ৮০, টেলর ৪৯
নোমান ৮৬/৫, শাহীন ৫২/৫

ফল : পাকিস্তান ইনিংসে ও ১৪৭ রানে জয়ী
সিরিজ : পাকিস্তান ২-০ ব্যবধানে জয়ী।

ম্যাচসেরা: আবিদ আলি।
সিরিজসেরা: হাসান আলি।

news24bd.tv/আলী 

এই রকম আরও টপিক