যদি ইসরায়েলের একজন মারা যায় তাহলে তা জঙ্গী তৎপরতা!

যদি ইসরায়েলের একজন মারা যায় তাহলে তা জঙ্গী তৎপরতা!

Other

যদি একশত জন ফিলিস্তিনী মারা যায় আর ফিলিস্তিনীরা জবাবে রকেট ছুড়ে, তাতে  যদি ইসরায়েলের একজন মারা যায় তাহলে তা জঙ্গী তৎপরতা।  

যদি একজন  ইসরায়েলী মারা যাওয়ার পর ইসরায়েল বোমা মেরে একশ ফিলিস্তিনী মেরে ফেলবে-এটা তখন আত্নরক্ষা! 
অনেক তথাকথিত সভ্য দেশ এভাবেই দেখে বিষয়টা।  

জাতিসংঘ আর মানবাধিকারের মাতবররা চালাকি করে  দুপক্ষকে বলে আত্নসম্বরণ করতে।

৭০-৮০ বছর ধরে পৃথিবীতে সবচেয়ে বড় ভন্ডামী হচ্ছে এখানেই।

এখন আমি আপনি কি করতে পারি? 

অনেক কিছু পারি। কিন্তু এটা কি কখনো ভাবতে পারি যে কিভাবে নিজেদেরকে এতো দুর্বল করে ফেলেছি আমরা মুসলমানরা? 
আমাদের আনুষ্ঠানিকতা যতোটা আছে ঈমান কি আছে ততোটা? সত্যি মুসলমান কি হতে পেরেছি আমরা অনেকে?

আসিফ নজরুল, রাজনৈতিক বিশ্লেষক (ফেসবুক থেকে)