নেত্রকোনায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

নেত্রকোনায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

সোহান আহমেদ কাকন • নেত্রকোনা প্রতিনিধি

‌‘উন্নয়ন আর আইনের শাসনে এগিয়ে চলেছে দেশ, লিগ্যাল এইডের সুফল পাচ্ছে সারা বাংলাদেশ’ এই স্লোগানে নেত্রকোনায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।  

দিবসটি উপলক্ষে আজ শনিবার সকাল সাড়ে ৯ টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গন থেকে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা জেলা কমিটি আইনজীবী সমতির যৌথ উদ্যোগে পৌর শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের মোক্তারপাড়া, ছোট বাজার, শহীদ মিনার সড়ক প্রদক্ষিণ শেষে আবারো আদালত প্রাঙ্গনে এসে মিলিত হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা, জেলা প্রশাসক মোঃ মঈনউল ইসলাম।

র‌্যালি শেষে আদালত প্রাঙ্গনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা, অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুল আলমসহ অন্যান্যরা।  

আলোচনা সভায় নেত্রকোনা জেলা জজ আদালতের পিপি সাইফুল ইসলাম প্রদীপ, আইনজীবী সমতিরি সাধারন সম্পাদক শফিউল হাসান মঞ্জুসহ জেলা জজ আদালতের সকল কর্মকর্তা কর্মচারী ও সকল আইনজীবী সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সোহান/অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর