ইয়েমেনে বিস্ফোরণে ৫ শিশুসহ নিহত ১২

ইয়েমেনে বিস্ফোরণে ৫ শিশুসহ নিহত ১২

অনলাইন ডেস্ক

ইয়েমেনে একটি পেট্রোল পাম্পের কাছে ভয়াবহ বিস্ফোরণে পাঁচ শিশুসহ ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক ডজন মানুষ। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, শনিবার সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের সবচেয়ে শক্ত ঘাঁটি হিসেবে খ্যাত মারিব অঞ্চলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।   

ঘটনার জন্য মারিব প্রশাসন হুতি বিদ্রোহীদের দায়ী করছে। তাদের দাবি, হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে হুতি বিদ্রোহীদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে মারাত্মকভাবে দগ্ধ অনেককে মারিব জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ১২ জনের মৃত্যু হয়। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। দগ্ধদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।  

আরও পড়ুন:

 আল-জাজিরার নারী সাংবাদিককে গ্রেপ্তার করলো ইসরায়েলি পুলিশ, মারধরের অভিযোগ

 বিনিয়োগ আকর্ষণে ‘বাংলাদেশ আইটি কানেক্ট-ইউকে ডেস্ক’ চালু

 রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

 ৪ হাত, ৪ পা নিয়ে জন্ম নেওয়া শিশুটি সুস্থ আছে: চিকিৎসক

 

সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের সবচেয়ে শক্ত ঘাঁটি হিসেবে খ্যাত মারিব অঞ্চল। যেটা দখলে নেওয়ার জন্য ২০১৪ সাল থেকে যুদ্ধ চালিয়ে যাচ্ছে হুতি বিদ্রোহীরা।

news24bd.tv নাজিম

এই রকম আরও টপিক