গুগলকে জরিমানা করলো ফ্রান্স

গুগলকে জরিমানা করলো ফ্রান্স

অনলাইন ডেস্ক

ফ্রান্সের নজরদারি মহল গত সোমবার গুগলকে 220 মিলিয়ন ইউরো জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে। অনলাইন বিজ্ঞাপনের ব্যবসায়ে প্রভাবশালী অবস্থানের জন্য এটি একটি অভূতপূর্ব পদক্ষেপ। কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, নির্দিষ্ট বাজার, মোবাইল সাইট এবং গুগলের ব্যবহৃত অ্যাপ্লিকেশনগুলির সাথে প্রতিযোগীতার জন্য এই শাস্তি আরোপ করা হয়।


আরও পড়ুন

 

দশ বছরে ৪ বার পিছিয়েছে সময়সীমা, অগ্রগতি মাত্র ২৬ ভাগ (ভিডিও)

ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান হলেন শতরূপা বড়ুয়া

বিএনপির বহুদলীয় গণতন্ত্র ছিল বহুদলীয় তামাশা: ওবায়দুল কাদের

টগর হত্যা মামলা: ২৭ বছর পর মূল আসামিসহ ১৮ জনকে খালাস


নিউজ করপোরেশন নামে একটি ফরাসি দৈনিক এবং বেলজিয়ামের গ্রুপ রোসেল গুগলের বিরুদ্ধে তাদের ওয়েবসাইট এবং অ্যাপের বিজ্ঞাপন বিক্রির ওপর একচেটিয়া আধিপত্য রাখার অভিযোগ করে।

পরবর্তীতে শুনানিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় গুগলকে জরিমানা করে সংস্থাটি।

নিয়ন্ত্রকরা দেখতে পায় যে গুগলের পরিষেবাগুলি বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে অন্যায়ভাবে প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে প্রতিযোগিতা করছে। তারাবিবৃতিতে বলেছে, এই চর্চা বিশেষভাবে গুরুতর, কারণ গুগল তার প্রতিযোগীদের ক্ষতির মুখে ফেলছে।  
গণমাধ্যমগুলো দেখেছে, তাদের অনলাইন বিজ্ঞাপনের আয় কমে গেছে, কাগজের গ্রাহক কমেছে।

ফলে তারা ব্যবসায়িকভাবে ক্ষতির মুখে।   

তবে গুগল নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্তের কোন বিরোধিতা করেনি। বরং তারা বিজ্ঞাপন প্রদর্শনের ক্ষেত্রে নিজেদের অপারেশনাল পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছে উক্ত সংস্থা।  

news24bd.tv/এমিজান্নাত

এই রকম আরও টপিক