ভাল্লুকের আক্রমণে চারজন আহত, অতঃপর গুলি করে হত্যা

ভাল্লুকের আক্রমণে চারজন আহত, অতঃপর গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক

জাপানের একটি আবাসিক এলাকায় একটি ভাল্লুক ঢুকে চারজঙ্কে কামড়িয়ে আহত করায় ভাল্লুকটিকে গুলি করে হত্যা করা হয়েছে।

সংবাদমাধ্যম সিএনএন জানায়, ভাল্লুকটি হারিয়ে যাওয়ার পরই পুলিশ এক টুইট বার্তার ওই এলাকার মানুষকে সতর্ক করে। বলা হয়, কেউ ভাল্লুকটিকে দেখতে পেলেই যেন সঙ্গে সঙ্গে জরুরি সেবা ১১০ নম্বরে ফোন করে।

ওই এলাকার মানুষ সকাল সকালই ভাল্লুকটিকে দেখে পেতে পুলিশকে খবর দেয়।

ভাল্লুকটি ভয় পেয়ে বেশ কিছু মানুষকে কামড়ে দিয়েছে। এতে চার জন গুরুত্বর আহত হয়েছে। ভাল্লুকটি যাদের কামড়েছে তাদের মধ্যে তিনজন পুরুষ এবং ৮০ বছর ঊর্ধ্বের একজন মহিলা রয়েছেন।


আরও পড়ুনঃ

শনিবার থেকে সিনোফার্মের টিকাদান কার্যক্রম শুরু

ব্রাজিলের কাছে পাত্তাই পেল না পেরু

আবারও গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী

নন্দীগ্রামের ভোটের ফলাফল নিয়ে হাইকোর্টে মমতা


একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ভাল্লুকটি জনবহুল রাস্তা দিয়ে পার হয়ে জাপানের স্থানীয় নিরাপত্তা বাহিনীর ব্যারাক অতিক্রম করে লোকালয়ে প্রবেশের চেষ্টা করছিল।

news24bd.tv / নকিব