রিমান্ড দিলে আমি মরে যাবো: আদালতে নাসির

রিমান্ড দিলে আমি মরে যাবো: আদালতে নাসির

অনলাইন ডেস্ক

ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে সাভার থানায় চিত্রনায়িকা পরীমণির দায়ের করা মামলায় ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব হাসানের আদালতে আজ বুধবার রিমান্ড শুনানিকালে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ আদালতকে অনুরোধ করেন, দয়া করে আমাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিন। করোনার আগে ৯ দিন আমি হাসপাতালে ভর্তি ছিলাম। আমাকে রিমান্ড দিলে আমি বাঁচব না।

এসময় নাসির বলেন, ‘স্যার আমার বয়স ৬৫ বছর।

এজমাসহ বিভিন্ন রোগে ভুগছি আমি। আমাকে রিমান্ড দিলে আমি বাঁচব না। নিজেকে সমাজসেবক দাবি করে নাসির বলেন, আমি উত্তরা ক্লাবের সভাপতি ছিলাম এবং সাভার বোট ক্লাবের সদস্য । কোনো ঝামেলায় ছিলাম না।
কাইন্ডলি আমাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিন।


আরও পড়ুন

চলন্ত ট্রাকে তরুণীকে ধর্ষণ, অতঃপর যেভাবে উদ্ধার

দ্বিতীয় বিয়ের পর থেকেই অশান্তিতে ছিল আবু ত্ব-হা!

পরিবারের দাবি হত্যাকাণ্ড, দাফনের ১৫ দিন পর তরুণীর লাশ উত্তোল

পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় ১০ দিনের রিমান্ড চায় পুলিশ


news24bd.tv/এমিজান্নাত