তাসকিনের প্রথম অর্ধশতক, মাহমুদুল্লাহর সেঞ্চুরী

তাসকিনের প্রথম অর্ধশতক, মাহমুদুল্লাহর সেঞ্চুরী

নিজস্ব প্রতিবেদক

তাসকিন টেস্ট ক্রিকেটের প্রথম হাফ সেঞ্চুরির স্বাদ পান। যা তার প্রথম শ্রেণির ক্রিকেটেরও প্রথম হাফ সেঞ্চুরি। দায়িত্বশীল ব্যাটিংয়ে বাঁহাতি ব্যাটসম্যান ছড়াচ্ছেন মুগ্ধতা। তবে সবচেয়ে বড় বিষয় তাসকিন-মাহমুদুল্লাহর ভর করে ৪০০ ছাড়িয়েছে বাংলাদেশের রান।

এদিকে ১৬ মাস পর টেস্ট দলে ফিরে সেঞ্চুরির দেখা পেলেন মাহমুদউল্লাহ রিয়াদ। স্পিনার রয় কাইয়াকে পরপর দুই চারে ৯৫ থেকে সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন মাহমুদউল্লাহ। ক্যারিয়ারের ৫০তম টেস্ট খেলতে নেমে পঞ্চম টেস্ট সেঞ্চুরি পেলেন মিস্টার কুল।  

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ

স্কোর: বাংলাদশে ৪০৪/৮ 

ব্যাটিং: মাহমুদউল্লাহ ১১২, তাসকিন ৫২

জুটি: ১৩৪

আউট: আউট: সাইফ ০, শান্ত ২, সাদমান ২৩, মুশফিকুর রহিম ১১, সাকিব আল হাসান ৩, মুমিনুল ৭০, লিটন ৯৫, মিরাজ ০।

 

জিম্বাবুয়েতে বাংলাদেশের সর্বোচ্চ রান: এর আগে জিম্বাবুয়ের মাটিতে বাংলাদেশের সর্বোচ্চ রান ছিল ৩৯১। ৮ বছর আগে সবশেষ সফরে হারারের এই মাঠেই ৩৯১ রান করেছিল মুশফিকের দল। সেবার ১১৩.২ ওভার ব্যাটিং করেছিল অতিথিরা। এবার ১০০ ওভারেই বাংলাদেশের রান চূঁড়ায় পৌঁছে যায়।

news24bd.tv এসএম

সম্পর্কিত খবর