ইরাকে মার্কিন সেনার ওপর ১৪টি রকেট হামলা

অনলাইন ডেস্ক

মার্কিন সেনা ঘাঁটি লক্ষ্য করে একের পর এক রকেট হামলা ইরানের মদতপুষ্ট জঙ্গিদের। ইরাক এবং সিরিয়ায় মার্কিন সেনাঘাটিতে একের পর এক রকেট হামলা চালাচ্ছে স্বঘোষিত আইএস জঙ্গিদের একটি গোষ্ঠি। পাল্টা আক্রমণ শুরু করে মার্কিন সেনারাও।

ইরাকের পশ্চিমাঞ্চলে আনবার অঞ্চলে মার্কিন সেনার বিশাল বেস রয়েছে।

সেখানেই পর পর ১৪টি রকেট ছোড়ে জঙ্গিরা। যুক্তরাষ্ট্রের দাবি ইরানের মদত পুষ্ট জঙ্গিরা এ কাজ করেছে। সে ঘটনায় ২জন মার্কিন সেনা আহত হয়েছেন বলে জানা গেছে।

ইরাকে সেনারা জানিয়েছে, একটি ট্রাকে করে রকেট লঞ্চার গুলি নিয়ে আসা হয়েছিলো।

ময়দানে বস্তার ভিতর সেগুলি রাখা ছিলো । জঙ্গি গোষ্ঠী আল- মুহান্দি এ কাজ করেছেন বলে মনে করছেন অনেক মার্কিন গোয়েন্দারা। এর আগেও তারা ইরাকে মার্কিন সেনার ওপর হামলা চলিয়েছে।  

এক বছর আগে মুহান্দি নামের এক জঙ্গিকে হত্যা করেছিলো মার্কিনীরা। তার নামে নতুন এই গোষ্টী তৈরী করা হয়েছে বলে গোয়েন্দাদের বক্তব্য। এর আগে বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা চালানোর চেষ্টা করেছিল এই গোষ্ঠীটি। হামলার দায়ও স্বীকার করেছিল

news24bd.tv/আলী