বগুড়ায় করোনা ও উপসর্গে ১৪ জনের মৃত্যু, শনাক্ত ৩২৭

বগুড়ায় করোনা ও উপসর্গে ১৪ জনের মৃত্যু, শনাক্ত ৩২৭

Other

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে ৮ জন ও উপসর্গ নিয়ে ৬ জন মারা গেছেন। রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। করোনায় মৃত ৮জনের মধ্যে চারজন বগুড়ার বাকি চারজন অন্য জেলার।

মৃত ব্যক্তিরা হলেন- জয়পুরহাট জেলার হাফিজার রহমান (৬৫), বগুড়া শিবগঞ্জের আয়াশ আলী (৫৫), সদরের শিউলী পারভীন (৩৮), জয়পুরহাটের মোহাম্মদ আলী(৬০), নওগাঁর রাহেলা খাতুন (৬০), বগুড়া শেরপুরের জোবেদ আলী (৮৫), নাটোরের আলম (৫৫) এবং বগুড়া শিবগঞ্জের প্রকাশ কান্তি সরকার(৭৫)।

এদের মধ্যে মোহাম্মদ আলী, রাহেলা, জোবেদ ও আলম শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে, হাফিজার, আয়াশ ও শিউলী সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে এবং প্রকাশ কান্তি টিএমএসএস হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বগুড়ার ডেপুটি  সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহীন সোমবার অনলাইন ব্রিফিংয়ে জানান,  সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় আরও ১ হাজার ১৮টি নমুনা পরীক্ষায় ৩২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩২দশমিক ১২ শতাংশ।

এদের মধ্যে সদরের ১৮৯জন, শেরপুরের ২৮জন, শাজাহানপুরের ২৭জন, আদমদীঘির ২০জন, গাবতলীর ১৯জন, শিবগঞ্জের ১২জন, দুপচাঁচিয়ার ৮জন, ধুনটের ৭জন, সারিয়াকান্দির ৫জন, কাহালুর ৫জন, সোনাতলার ৪জন এবং নন্দীগ্রামের ২জন।

ডা. তুহীন আরো জানান, জেলায় এ পর্যন্ত মোট ১৬ হাজার ৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৬৩৪জন এবং  ৪৭৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ১ হাজার ৯২৫জন চিকিৎসাধীন।

আরও পড়ুন:


ঈদে খুলতে পারে শপিংমল, চালু হতে পারে বাস

ভারতে বজ্রপাতে প্রাণ গেল ৬৮ জনের

তাজিকিস্তানে পালাল আফগান সেনারা, বিনা যুদ্ধে দখল ‘ওয়াখান’

news24bd.tv / তৌহিদ