টিকা নিয়ে যা বললেন পররাষ্ট্র মন্ত্রী

টিকা নিয়ে যা বললেন পররাষ্ট্র মন্ত্রী

অনলাইন ডেস্ক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন  জানিয়েছেন-

* প্রবাসী কর্মীদের মতো বিদেশগামী শিক্ষার্থীরী এখন থেকে অগ্রাধিকার ভিত্তিতে টিকা পাবেন।  
* কোভাক্সের আওতায় আরো বেশি ভ্যাকসিন পাবে বাংলাদেশ 
* খুব শিগগির জাপান থেকে ২৯ লাখ ভ্যাকসিন আসবে।  
* ইউরোপ থেকে টিকা আসার শিপমেন্টও রেডি আছে। যে কোন সময় রওনা হবে।

 
* এতো ভ্যাকসিন সুরক্ষিত জায়গায় রাখা নিয়ে সমস্যা। এজন্য একসাথে এতো ভ্যাকসিন আসা আনা হচ্ছে না। টেমপারেচার এবং লজিস্টিক সাপোর্ট রাখা যাবে কি না।  
* রোহিঙ্গা ইস্যুতে আসন্ন তাসখন্দ সফরে রাশিয়া + ভারত+ চীনের ফরেন মিনিস্টার এর সাথে কথা বলবেন পররাষ্ট্র মন্ত্রী।
 
* ভারতের পররাষ্ট্র মন্ত্রী সাথে কথা হবে। রোহিঙ্গ ইস্যু নিয়ে।  
* চায়নার পররাষ্ট্র মন্ত্রীর সাথে সাক্ষাতকালে আরো ১০ লাখ ভ্যাকসিন উপহারের ঘোষণা হবে।  
* রোহিঙ্গাদের টিকার জন্য জাতিসংঘ আলাদা ব্যবস্থা করবে।  
* চীন এবং রাশিয়া উভয়ের সাথে কো-প্রডাকশনের যাওয়ার জন্য প্রস্তুত বাংলাদেশ। তারা বেসরকারি কোম্পানিগুলোর সাথেও দেন দরবার করছে। তবে রাশিয়ার সাথে দেন-দরবার করার সুযোগ কম।
* উৎপাদনের ক্ষেত্রে কোন দেশই টেকনোলজির দিতে রাজি হচ্ছে না।

আরও পড়ুন

মন্দিরের পাঁচ কিলোমিটারের মধ্যে গরুর মাংস বিক্রি করা যাবে না

বরিশাল নগরীর ৬টি কেন্দ্রে মডার্নার টিকা প্রদান শুরু

কোনাবাড়িতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় ত্রাণ সহায়তা ও সেনা টহল কার্যক্রম পরিদর্শন করলেন সেনা প্রধান

news24bd.tv/এমিজান্নাত