বৈদ্যুতিক গাড়ির জন্য দ্বিগুণের বেশি চার্জিং স্টেশন স্থাপন করবে ইলেকট্রিফাই আমেরিকা

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্র ও কানাডায় বৈদ্যুতিক গাড়ির জন্য বর্তমানের চেয়ে দ্বিগুণের বেশি চার্জিং স্টেশন স্থাপন করবে ইলেকট্রিফাই আমেরিকা।

নিঃসরণ কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার দায়ে জার্মান গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফক্সওয়াগনের অর্থে প্রতিষ্ঠিত বৈদ্যুতিক গাড়ি চার্জিং নেটওয়ার্ক ইলেকট্রিফাই আমেরিকা সম্প্রতি এ উদ্যোগ নিয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, ২০২৫ সালের মধ্যে তারা তাদের নেটওয়ার্কে ১ হাজার ৮০০ ফাস্ট চার্জিং স্টেশন এবং ১০ হাজার একক চার্জার যুক্ত করবে। আগামী ১০ বছরে বৈদ্যুতিক গাড়ির অবকাঠামো খাতে ২০০ কোটি ডলার বিনিয়োগ প্রতিশ্রুতির আওতায় এসব চার্জিং স্টেশন স্থাপন করা হবে বলে জানায় ইলেকট্রিফাই আমেরিকা।

আরও পড়ুন:

আনন্দ ভ্রমণে গিয়ে মাদরাসাছাত্রের মৃত্যু

রাস্তায় ফেলে চলে যাওয়া চামড়াগুলোতে পচন ধরে দুর্গন্ধ ছড়াচ্ছে

মুনিয়ার মৃত্যুর সঙ্গে সায়েম সোবহান আনভীরের জড়িত থাকার প্রমাণ পায়নি পুলিশ


 

গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের জন্য বৈদ্যুতিক গাড়ি উৎপাদন বাড়িয়েছে, যাতে এসব গাড়ির গতিপথ বৃদ্ধি পায় এবং দ্রুত চার্জ গ্রহণ করতে পারে। তবে বর্তমানে যেসব চার্জিং স্টেশন রয়েছে, সেগুলো এসব গাড়িতে দ্রুত চার্জ সরবরাহ করার মতো উপযুক্ত ভাবে তৈরী নয়।

news24bd.tv/আলী