বর্ষায় ভরা যৌবনা গড়াই নদী

বর্ষায় ভরা যৌবনা গড়াই নদী

Other

এই বর্ষায় ভরা যৌবন ফিরে পেয়েছে পদ্মার প্রধান শাখা নদী গড়াই। নদীর পাড়, কোল, কিনারে পানি ঢুকে অপরূপ রূপ নিয়েছে।

বিশেষ করে বালিয়াড়ির মতো জমে থাকা নদী খননের বালির খাজে তা অপরূপ হ্রদের রূপ নিয়েছে। আর এখানেই নেমেছে জেলের দল।

নৌকা নিয়ে ঘুরে ঘুরে মাছ ধরছেন।

আর দু-কুলের সারি সারি চাঁই, খোপ ও জাল দেখে বুঝতেই পারছেন এখন কতটা জীবন্ত এই নদী। নদীর এই ছলছলে আবহ টেনে আনছে সৌখিন মৎস্য শিকারীদেরও।

অন্নদাশংকর রায়ের বঙ্গবন্ধু কবিতার সেই গৌরী নদীই এই গড়াই।

একদিকে প্রাকৃতিক সৌন্দর্য অন্যদিকে প্রকৃতির ভারসাম্য আনছে নদীর এই জীবন্ত রূপ। খুশিতে নাচছে জেলেরা, দেশি মাছ ধরা দিচ্ছে তাদের জালে। তাইতো নদীর পাড়জুড়ে সারি সারি জাল।


আরও পড়ুন:

কারারক্ষীদের জিম্মি করে পিৎজা খাওয়ার দাবি দুই বন্দীর!

পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ল পচেত্তিনোর

মুখ্যমন্ত্রীকে গরুর মাংস উপহারের ইচ্ছা পোষণ, নারী গ্রেপ্তার

মুনিয়ার মৃত্যুর সঙ্গে সায়েম সোবহান আনভীরের জড়িত থাকার প্রমাণ পায়নি পুলিশ


সুন্দরবনে মিঠাপানি সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই গড়াই নদী।

news24bd.tv/ নকিব