আদালতে পরীমণিকে নিয়ে হট্টগোল, বিচারকের এজলাস ত্যাগ

আদালতে পরীমণিকে নিয়ে হট্টগোল, বিচারকের এজলাস ত্যাগ

অনলাইন ডেস্ক

গ্রেফতার চিত্রনায়িকা পরীমণিকে বৃহস্পতিবার (৫ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময়ে তাকে দেখতে আইনজীবীসহ উৎসুক জনতা ভিড় করে। পরে পরীমণিকে এজলাসে আসামির কাঠগড়ায় তোলা হলে সাদা শার্ট পরা এক যুবককে জড়িয়ে ধরেন তিনি। এরপরই পুলিশ সদস্যরা ওই যুবককে সরিয়ে দিলে নারী পুলিশ সদস্যরা পরীকে ঘিরে ফেলেন।

রাত ৮টা ২৮ মিনিটে তাকে আদালতে হাজির করা হয়। এরপরই ৮টা ৩১ মিনিটে এজলাসে আসেন ঢাকা মহানগর মুখ্য হাকিম মামুনুর রশীদ।  

আলোচিত এই নায়িকাকে নিয়ে আদালতে কে লড়বে? এ নিয়ে আইনজীবীদের মধ্যে কয়েকটি গ্রুপ সৃষ্টি হয়। তারা একে অপরের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

একপর্যায়ে রাত ৮টা ৩৬ মিনিটে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ এজলাস ত্যাগ করেন।

আরও পড়ুন


মা-বাবার বিচ্ছেদের রহস্য ফাঁস সারার

তালেবানদের সহিংসতায় আফগান সরকারের গণমাধ্যম বিভাগের প্রধান নিহত

আজ থেকে গণটিকা শুরু

ডিবির এডিসি সাকলায়েনের বাসায় গভীর রাত পর্যন্ত ছিলেন পরীমণি, সিসিটিভিতে ধরা

এজলাস ত্যাগের আগে আইনজীবীদের উদ্দেশ্যে বলেছেন, 'আগে আপনারা ঠিক করেন, কে আসামি পরীমণির আইনজীবী হবেন। তারপর শুনানি হবে। '

news24bd.tv রিমু