ঢাকা ফিরেছে আগের রূপে

ঢাকা ফিরেছে আগের রূপে

নিজস্ব প্রতিবেদক

সরকার ঘোষিত দীর্ঘ দিনের কঠোর বিধিনিষেধের পর আজ বুধবার থেকে চিরচেনা ঢাকা ফিরেছে আগের রূপে। যান্ত্রিক কোলাহল আর মানুষের আনাগোনা আবারও ব্যস্ত নগরী হয়ে উঠেছে ঢাকা।

কঠোর বিধিনিষেধের কারণে সারাদেশের মতো ঢাকাতেও গণপরিবহন বন্ধ ছিল। অফিস-আদালত বন্ধ থাকায় রাস্তায় মানুষ চলাচলও ছিলো সীমিত।

কিন্তু আজ থেকে সেই বিধিনিষেধ উঠে যাওয়ায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে। গণপরিবহনও চলছে শতভাগ যাত্রী নিয়ে।

লকডাউন না থাকায় আজ ভোর থেকেই রাস্তাঘাটে মানুষের ভিড় বাড়তে থাকে। কাকডাকা ভোর থেকেই ঘোরে গণপরিবহনের চাকা।

শুধু গণপরিবহনই নয়, আজ থেকে ছোটবড় দোকানপাট ও শপিংমল মার্কেট খুলে দেয়ায় ব্যস্ত নগরীতে পরিণত হয়েছে রাজধানী ঢাকা।

রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, গণপরিবহনসহ ব্যক্তিগত গাড়ির পরিমাণ বেড়েছে। বিভিন্ন রাস্তাঘাটে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল, কাভার্ডভ্যান, ছোট-বড় বাস, মাইক্রোবাসসহ অসংখ্য যানবাহন চলাচল করছে।   সকালের দিকে সরকারি-বেসরকারি অফিসগামীদের ভিড় থাকায় বেশ কয়েকটি রাস্তায় যানজটের সৃষ্টি হয়। এ সময় ট্রাফিক পুলিশকে ব্যতিব্যস্ত হয়ে যানজট সামাল দিতে দেখা যায়।

আরও পড়ুন


নতুন ক্লাবে কেন ৩০ নম্বর জার্সিই বেছে নিলেন মেসি?

সরকার আমলানির্ভর নয়, জনস্বার্থ নির্ভর: ওবায়দুল কাদের

মেসির আগমনে একদিনেই পিএসজির ফলোয়ার বাড়ল ২০ লাখ

‘ইসরাইলের সন্দেহজনক গতিবিধি পর্যবেক্ষণ করছে ইরান’


শফিকুল ইসলাম নামের বেসকারি একটি অফিসে কর্মরত একজন জানান, অনেকদিন পর আজ অফিসে গিয়েছিলাম। অফিসের কাজে আবারও বের হতে হয়েছে।  এতোদিন হোম অফিস করলেও আজ থেকে সব খুলে দেওয়া রাস্তা ঘাটে অনেক যানবাহন।

রাজধানীর আজিমপুর এলাকায় কর্তব্যরত একজন ট্রাফিক সার্জেন্ট জানান, লকডাউনের সময় দায়িত্ব পালনে তেমন কোন কোনো কষ্ট করতে হয়নি। কিন্তু আজ সকাল থেকেই যানবাহনের ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা এখনো কম।

news24bd.tv এসএম