পরীম‌নির জা‌মিন আবেদন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

ফাইল ছবি

পরীম‌নির জা‌মিন আবেদন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

অনলাইন ডেস্ক

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় নায়িকা পরীমণির জামিন আবেদন নাকচ করেছেন আদালত। শুক্রবার (১৩ আগস্ট) তার পক্ষে করা জামিন আবেদন নামঞ্জুর করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডল কারাগারে পাঠানোর এই আদেশ দেন।

এর আগে দুই দফায় ছয় দিনের রিমান্ড শেষে চিত্রনায়িকা পরীমনি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে কারাগারে পাঠানো হয়েছে।

দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ড শেষে শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে পরীমনি ও দীপুকে আদালতে হাজির করা হয়।

এদিন তাদের নতুনভাবে আর রিমান্ড চাওয়া হয়নি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক গোলাম মোস্তফা।  

আবেদনে তিনি বলেন, পরীমনি ও দীপু রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। মামলার তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন।

আরও পড়ুনঃ

রিমান্ড শেষে আজ আবারও আদালতে পরীমণি

রন ও দীপু সিকদারের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মেলেনি

গজনির পতন: তালেবানের সঙ্গে গোপন আঁতাত ছিল গভর্নরের

পরীমণির পক্ষে দাঁড়িয়েছেন দেশের ১৭ বিশিষ্ট নাগরিক


এর আগে পরীমনির আইনজীবী মজিবুর রহমান তার জামিন আবেদন করে আদালতে উল্লেখ করেন, পরীমনি ‘ভারটিগো’ ও ‘প্যানিক’ অ্যাটাক নামে দুই মনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত। এরই মধ্যে দীর্ঘসময় পুলিশ কাস্টডিতে (হেফাজতে) অমানবিক নির্যাতনের শিকার হয়ে বিপর্যস্ত ও অসুস্থ হয়ে পড়েছেন। হেফাজতে থাকলেও মামলা সংক্রান্ত জিজ্ঞাসাবাদে কোনো গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটিত হয়নি। জরুরি চিকিৎসার স্বার্থে তাকে জামিনে মুক্তি দেওয়া আবশ্যক।

news24bd.tv/ নকিব