আজও স্থবির ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক

ছবি ভিডিও থেকে নেওয়া

আজও স্থবির ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক

ফেনী প্রতিনিধি

আজও স্থবির হয়ে পড়েছে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক। গত কয়েকদিনের মতো যানজট দীর্ঘ না হলেও দূর্ভোগ কমেনি চালক ও যাত্রীদের।

চট্রগ্রাম মূখী অধিকাংশ যানবাহন গুলো ফেনী শহর দিয়ে পারাপার করলেও যেন চাকাই ঘুরছে না ঢাকা মুখী যানবাহন গুলোর। মহাসড়কের ফেনীর আটাশ কিলোমিটার অংশে থেমে থাকা যানবাহনগুলো পারাপার হতে সময় লাগছে দুদিনের ও বেশি।

ভোরে যানজট কিছুটা কম হলেও বেলা বাড়ার সাথে সাথে যানজটের সারি দীর্ঘ হতে থাকে। অন্য কয়েকদিনের তুলনায় এ জট কিছুটা কম হলেও চট্রগ্রামের মিঠাছড়া থেকে কুমিল্লার পদুয়া পর্যন্ত ঢাকা মুখীপরিবহনের পঁয়তাল্লিশ কিলো মিটার দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে।

নির্মানাধীন ফতেহপুর ওভারপাসের পাশের এক লেনের রাস্তাটিও খানা খন্দের সৃষ্টির কারনে  ঝুকি নিয়ে ধীরগতিতে চলছে গাড়ীগুলো।  

এদিকে ফতেহপুর রেলওয়ে ওভারপাসের এক লেন আগামী কাল যান চলাচলের জন্য খুলে দেয়া হবে বলে আস্বস্ত করেছেন কর্তব্যরত সেনা সদস্যরা।

এজন্য ঠিকাদারী প্রতিষ্ঠিানের কর্তব্যরত অতিরিক্ত  শ্রমিকদের পাশাপাশি কাজ করছেন সেনা সদস্যরাও।  

 

(নিউজ টোয়েন্টিফোর/কেআই)

সম্পর্কিত খবর