প্রেসিডেন্ট প্যালেসে তালেবানরা, চলছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া

প্রেসিডেন্ট প্যালেসে তালেবানরা, চলছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া

অনলাইন ডেস্ক

আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবানের যোদ্ধারা ঢুকে পড়েছে। ইতোমধ্যে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে আফগান সরকার।

তালেবানের শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আহ্বানের পর জার্মানিতে নিযুক্ত দেশটির সাবেক রাষ্ট্রদূত আলী আহমদ জালালিকে অন্তর্বর্তীকালীন সরকারের নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আফগান গণমাধ্যমের খবরে জানানো হচ্ছে, তালেবানের যোদ্ধারা দেশটির প্রেসিডেন্ট প্যালেসে পৌঁছেছেন।

সরকারের কাছ থেকে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় অংশ নিতে প্রেসিডেন্ট প্যালেসে গেছেন তারা।

জার্মানিতে নিযুক্ত আফগানিস্তানের সাবেক রাষ্ট্রদূত আলী আহমদ জালালিকে অন্তর্বর্তীকালীন সরকারের নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর