করোনার দ্বিতীয় ডোজের সময় কমানোর বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

করোনার দ্বিতীয় ডোজের সময় কমানোর বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

করোনা টিকার দ্বিতীয় ডোজের সময় কমানোর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৩ আগস্ট) ভার্চ্যুয়াল মন্ত্রিসভার বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী বলেছেন করোনা টিকার দ্বিতীয় ডোজের সময়টা একটু কমিয়ে দেয়া যায় কিনা। এখন আমরা প্রথম ডোজ দেয়ার এক মাস পর দ্বিতীয় ডোজ দিচ্ছি।

এক মাসের পরিবর্তে ১৫ বা ২০ দিন করে দিতে পারি কিনা, এটা বলেছেন। যদি সম্ভব হয় আমরা সেটাও করবো।
বিশ্বের অন্যান্য দেশে ১৫ দিনের মধ্যে করোনার সেকেন্ড ডোজ দেওয়া হয়। সেসব দেশের রেফারেন্স টেনে স্বাস্থ্যমন্ত্রী জানান, এখন আমরা ডব্লিউএইচও'র সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেব।

মন্ত্রী বলেন, সেপ্টেম্বরের মধ্যে ফাইজারের ৬০ লাখ টিকা পাবো। এ মাসে কিছু আসবে, বাকিগুলো সেপ্টেম্বরে। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে ১০ লাখ ডোজ টিকা আসবে।

আরও পড়ুন:

আপাতত গণটিকা কার্যক্রম বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

কাবুলে উদ্ধার তৎপরতায় যুক্তরাষ্ট্রের নতুন সিদ্ধান্ত

তালেবানকে ৮,৫০০ কোটি ডলারের অস্ত্র দিয়ে এসেছে যুক্তরাষ্ট্র: নিকি হ্যালি

বিমানে আফগান নারীর সন্তান প্রসব, শিশুর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন


এছাড়া আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে ৭ থেকে ৮ কোটি মানুষকে টিকার আওতায় আনার আশাবাদ ব্যক্ত করেন স্বাস্থ্যমন্ত্রী। সেইসাথে পর্যাপ্ত টিকা হাতে না থাকায় গণটিকা কার্যক্রম আপাতত বন্ধ করারও ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

news24bd.tv/ নকিব